Mamata Banerjee Injury : ভোটপ্রচারে গিয়ে ফের বিপত্তি, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী
ভোটপ্রচারে গিয়ে ফের বিপত্তি, হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : কয়েকদিন আগেই বড় চোট সারিয়ে প্রচারের ময়দানে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারে যাওয়ার সময় ফের বিপত্তির মুখে মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে বসার সময়, পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের দু’টি প্রচার-সভা ছিল। একটি কুলটিতে, অন্যটি আসানসোল দক্ষিণে। এদিন দুপুরে দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় এই বিপত্তি হয়।
কপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকা পড়ে যান তিনি। এদিন তিনি হেলিকপ্টারের ওঠেন । তারপর ধীরে ধীরে হেঁটে ভিতরে প্রবেশও করেন। কিন্তু, তখনই হঠাৎ আসনে বসার সময় বিপত্তি ঘটে। আসনের সামনেই পড়ে যান মুখ্যমন্ত্রী। যদিও, নিজেকে সামলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই হেলিকপ্টারেই কুলটির সভায় আসেন তিনি। কপ্টার থেকে নামার সময় কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। মাস দেড়েক আগেও আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ১৪ই মার্চ বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তাঁর। অনেকটাই রক্তক্ষরণ হয়েছিল। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা হয়েছিল মুখ্যমন্ত্রীর। তারপর বেশ কিছুদিন বাড়িতে বিশ্রামে ছিলেন। তারই মধ্যে গার্ডেনরিচে বাড়ি দুর্ঘটনার সময় ছুটে যান তিনি।
অতীতের চোট
এর আগে জানুয়ারি মাসে বর্ধমানের সভা থেকে ফেরার পথে মাথায় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্য়ায়। জিটি রোডে ওঠার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। চালক সজোরে ব্রেক কষায় কপাল ও হাতে চোট পান মুখ্যমন্ত্রী।
কপ্টার থেকে নামতে গিয়ে চোট
গত বছরের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। সুকনা এয়ারবেসে জরুরি অবতরণ করান পাইলট। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্য়বস্থা ছিল না। সেই অবস্থায় কপ্টার থেকে নামতে গিয়ে কোমড়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর।
বিধানসভা ভোটের আগেও নন্দীগ্রামে মুখ্য়মন্ত্রী আহত হন
একুশের বিধানসভা ভোটের আগেও, নন্দীগ্রামে মুখ্য়মন্ত্রী আহত হন। তিনি অভিযোগ করেন, ৪-৫ জন যুবক তাঁকে ধাক্কা দেয়। তাঁর বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট লাগে। বাম আমলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ১৯৯০ সালের ১৬ অগাস্ট হাজরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় কিছু দুষ্কৃতী। লাঠির ঘায়ে মাথা ফাটে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?