Abhijit Gangopadhyay Diet : প্রতিদিনই কর্মীদের বাড়িতে এলাহি আয়োজন, ভোটের আগে শরীর সুস্থ রাখতে কী খাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
Loksabha Election 2024: প্রচারের ফাঁকে প্রায় প্রতিদিনই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে দলের কোনও কর্মীর বাড়িতে। সেখানে থাকছে নানা আয়োজন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় খাচ্ছেন...
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : এজলাস ছেড়ে তিনি নেমেছেন জনতার রায়ের আশায়। বিচারপতির পদ ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Ganguly ) যোগ দিয়েছেন বিজেপিতে। আর তারপরই গেরুয়া শিবির তাঁকে প্রার্থী করেছে তমলুক লোকসভা কেন্দ্র ( Tamluk ) থেকে। অল্প কিছু সময়েই আমূল বদলে গিয়েছে তাঁর জীবনযাত্রা। লোকসভা ভোট ( Loksabha Election 2024 )যতই এগোচ্ছে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। সেই সঙ্গে উত্তরোত্তর বাড়ছে রোদের তেজও। আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহেই নাকি দক্ষিণবঙ্গে বেশ কয়েক জায়গায় ৪০ ছুঁতে পারে তাপমাত্রা। তাই বলে কি প্রচার থামানো চলে? রোজই প্রায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন প্রাক্তন বিচারপতি। ভোটের বাগযুদ্ধে অংশও নিচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলে অভাব-অভিযোগের খোঁজখবরও চাইছেন। আর এই ব্যস্ত সময়ে নিজের প্রতি কি তেমন খেয়াল রাখতে পারছেন তমলুকের বিজেপি প্রার্থী ?
প্রথমবার ভোটের ময়দানে পা রেখে এনিয়ে যথাসম্ভব সতর্ক তমলুকের বিজেপি প্রার্থী। প্রাক্তন বিচারপতিকে হাতের সামনে পেয়ে খাবার দাবারের এলাহী আয়োজন করছেন দলের কর্মীরা। কিন্তু আপাতত রসনা বিলাসে কিছুটা সংযত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শরীর ঠিক রাখতে শুধুই ভাত, ডাল, ভাজাভুজিতেই সীমিত রাখছেন নিজেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, যেটা খাচ্ছি পুরোটা খাচ্ছি, যেগুলো খাচ্ছি না একদম ছেড়ে দিচ্ছি।
প্রচারের ফাঁকে প্রায় প্রতিদিনই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে দলের কোনও কর্মীর বাড়িতে। সেখানে থাকছে, ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা
,পোস্তর বড়া, তিন চার রকমের মাছ। যদিও তিনি জানালেন ভাত-ডাল-ভাজা এসবই রোজ খাচ্ছি। বাকি আরও অনেক কিছুর আয়োজন থাকলেও অত কিছু খাচ্ছেন না।
এবার তমলুকে ত্রিমুখী লড়াই। বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়,, তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য ও সিপিএমের সায়ন বন্দ্য়োপাধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ১ লক্ষ ৯০ হাজার ১৬৫ ভোটে পরাজিত করেছিলেন গেরুয়া শিবিরের সিদ্ধার্থশঙ্কর নস্করকে। লোকসভা ভোটের মুখে দিল্লি গিয়ে বিজেপির পতাকা ধরেছেন দিব্যেন্দু। এবার কি সেই গড়ে পদ্ম ফোটাতে পারবেন প্রাক্তন বিচারপতি ? তা তে জানা যাবে ৪ জুনই। তবে তার আগে প্রচারে যাতে বিঘ্ন না ঘটে তা নিয়ে সতর্ক প্রার্থী। চিকিৎসকরা বলছেন গরমে যথাসম্ভব হালকা খাবার আর প্রচুর জল খেতে। সামনে বড় লড়াই, তার আগে নিজেকে সুস্থ রাখতে সেই পথেই হাঁটছেন তমলুকের বিজেপি প্রার্থী।