(Source: ECI/ABP News/ABP Majha)
Loksabha Elections 2024: "গণনার নিয়ম বদলেছে কমিশন", একযোগে তোপ অভিষেক মনু সিংভি ও সীতারাম ইয়েচুরির
Loksabha Elections 2024: জাতীয় নির্বাচন কমিশন গণনার নিয়ম বদলেছে বলে একযোগে তোপ দাগলেন অভিষেক মনু সিংভি ও সীতারাম ইয়েচুরি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ জানালেন তাঁরা।
নয়াদিল্লি: শেষ হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এবার অপেক্ষা ফলাফলের। তার আগে রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি গণনা পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা ও বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি ও সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি।
এপ্রসঙ্গে বর্ষীয়ান আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনের ক্ষেত্রে স্টল বা পোস্টাল ব্যালটের (postal ballots) বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি নির্বাচনী ফলাফলকে পুরো বদলে দিতে পারে। নিয়ম অনুযায়ী, সবার প্রথমে পোস্টাল ব্যালট গুনে নিতে হয়। আর তার কিছু সময় পর শুরু হয় ইভিএম মেশিনের গণনা। এটা খুবই গুরুত্ব বিষয় হল যে ইভিএমের গণনা শুরু করার আগে পোস্টাল ব্যালেটের ফলাফল ঘোষণা বাধ্যতামূলক। কিন্তু, নির্বাচন কমিশন এই নিয়মটি বদলে দিয়েছে, আইন অনুযায়ী এটা করা যায় না।
নির্বাচন কমিশনকে কিছু বিষয় সুনিশ্চিত করার জন্য কিছু দাবি জানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তাঁর দাবি, কন্ট্রোল ইউনিটগুলিতে নিরাপদে চলাচলের জন্য সিসিটিভির নজরদারি থাকা করিডর ব্যবহার করতে হবে। কন্ট্রোল রুমগুলির বর্তমান তারিখ ও সময় পরীক্ষা করে দেখতে হবে। ভোট প্রক্রিয়ার সঠিক সময় ও বর্তমান তারিখগুলি খতিয়ে দেখতে হবে। ভোটের আগে তারিখ, প্রার্থীদের সংখ্যা এবং ভোট শেষ হওয়ার সময়টি সুনিশ্চিত করে তা প্রকাশ করতে হবে। প্রতিটি প্রার্থী এবং তাঁদের পাওয়া ভোটের সংখ্যা প্রকাশ করতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনর দিন ঘোষণার পর থেকে, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি থেকে ও সিপিএমের সম্পাদক সীতারাম ইয়েচুরি। এবার ভোট গণনার আগে সোজাসুজি নির্বাচন কমিশনের বিরুদ্ধেই গণনার নিয়ম বদলানো হয়েছে বলে তোপ দাগেন সিপিএমের সম্পাদাক সীতারাম ইয়েচুরি। ৪ জুনের আগে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।