Abhishek Banerjee: নন্দীগ্রামের পুনরাবৃত্তি যেন না হয়, অতন্দ্র পাহারা দিতে হবে, ফলঘোষণার আগে দলকে বার্তা অভিষেকের
Lok Sabha Elections 2024: অভিষেক জানিয়েছেন, গণনা কেন্দ্রে প্রার্থীদেরও কর্মীদের পাশে থাকতে হবে।
![Abhishek Banerjee: নন্দীগ্রামের পুনরাবৃত্তি যেন না হয়, অতন্দ্র পাহারা দিতে হবে, ফলঘোষণার আগে দলকে বার্তা অভিষেকের Abhishek Banerjee TMC leader says no repetition of Nandigram should happen candidates and workers must hold on to the end Abhishek Banerjee: নন্দীগ্রামের পুনরাবৃত্তি যেন না হয়, অতন্দ্র পাহারা দিতে হবে, ফলঘোষণার আগে দলকে বার্তা অভিষেকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/02/9110152ec1ecb7830ecd51fe52e5c3a61717344095333338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগে তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গণনা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না বলে বৈঠকে সাফ জানিয়ে দিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, গণনা কেন্দ্রে প্রার্থীদেরও কর্মীদের পাশে থাকতে হবে। অভিষেকের এই নির্দেশের পরেই কাউন্টিং এজেন্টদের সঙ্গে প্রার্থী ও জেলা সভাপতিদের বৈঠক হতে চলেছে। (Abhishek Banerjee)
রবিবার তৃণমূলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে যে বুথফেরত সমীক্ষা দেখানো হচ্ছে, তা নিয়ে ভাবনাচিন্তার কোনও প্রয়োজন নেই। অতীতেও এমন একাধিক বুথফেরত সমীক্ষা হয়েছে, যার সঙ্গে বাস্তব মেলেনি। তাই এ নিয়ে আলাপ আলোচনা বা অতিরিক্ত কাটাছেঁড়ার প্রয়োজন নেই বলে সকলকে জানান অভিষেক। বুথফেরত সমীক্ষা যা-ই বলুক না কেন, তৃণমূল ভাল ফল করবে, তাই এসবকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে বার্তা দেন তিনি। (Lok Sabha Elections 2024)
পাশাপাশি এদিন বৈঠকে অভিষেক জানান, ভোটগণনার দিন গণনাকেন্দ্রে, কাউন্টিং এজেন্টদের পাশে থাকতে হবে প্রার্থীদের। এজেন্টদের মনোবল বাড়াতে হবে। ফলাফল না বেরনো পর্যন্ত কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরোন, তাও সুনিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন অভিষেক। এদিনের এই বৈঠকের পরই দলীয় প্রার্থীরা জেলা সভাপতিদের নিয়ে কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কী করণীয় এবং কী করা যাবে না, সেই নিয়ে বিশদ আলোচনা হবে বৈঠকে। (TMC News)
তাৎপর্যপূর্ণ ভাবে এদিনের বৈঠকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের উল্লেখ করেন অভিষেক। অভিষেক জানিয়েছেন, নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি যেন এবারের লোকসভা নির্বাচনে না হয়। গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বসে থাকতে হবে বুথে। আগামী কাল সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে লোকসভা কেন্দ্রিক বৈঠকের নির্দেশও অভিষেকই দেন। ট
অভিষেকের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মুখোমুখি লড়াই করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ফলঘোষণা হলে দেখা যায়, স্বল্প ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু। সেই নিয়ে আজও কাটাছেঁড়া চলছে। তৃণমূলের দাবি, গণনা চলাকালীন গোড়া থেকে এগিয়ে ছিলেন মমতা। মাঝে কিছু ক্ষণের জন্য লোডশেডিং করে শুভেন্দুকে জিতিয়ে দেওয়া হয়। বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করে। বিষয়টি নিয়ে আদালতেও গিয়েছেন মমতা, যার নিষ্পত্তি হয়নি আজও। লোকসভা নির্বাচনের ফলঘোষণার আগে সেই নন্দীগ্রাম প্রসঙ্গই ফের দলকে স্মরণ করিয়ে দিলেন অভিষেক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)