TMC win in Meghalaya : মেঘের রাজ্যে ফুটল ঘাসফুল, তৃণমূলের জয় ৩ আসনে, এগিয়ে ২-এ ; একক সংখ্যাগরিষ্ঠতার পথে NPP
এই মুহূর্তে মেঘালয়ে এনপিপি এগিয়ে ২৩ টি আসনে। মেঘালয়ে বিজেপি এগিয়ে ৫টি আসনে।
শিলং : মেঘালয়ে খাতা খুলল তৃণমূল (TMC)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে মাত্র ১০ ভোটের ব্যবধানে রাজবালা বিধানসভা কেন্দ্রে (Rajbala Assembly) জিতল তারা। ডক্টর মিজানুর রহমান কাজির হাত ধরে মেঘের রাজ্যে ফুটল ঘাসফুল। দাদেংগরে কেন্দ্রেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জিতেছে তৃণমূল। সেখানে জয়ের ব্যবধান ১৮ ভোটের। পাশাপাশি নোংথিমাই কেন্দ্রে ১ হাজার ১৯৯ ভোটে জিতেছে তৃণমূল। সঙ্গে আমপাতি, সোংসাক কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সোংসাকে এগিয়ে রয়েছেন মুকুল সাংমা।
এই মুহূর্তে মেঘালয়ে এনপিপি (NPP) এগিয়ে ২৩ টি আসনে। মেঘালয়ে বিজেপি (BJP) এগিয়ে ৫টি আসনে। মেঘালয়ে আরও ৪ আসনে তৃণমূল এগিয়ে। মেঘালয়ে কংগ্রেস এগিয়ে ৪টি আসনে।মেঘালয়ে অন্যান্যরা এগিয়ে ২২টি আসনে। প্রসঙ্গত, মেঘালয় নির্বাচনের প্রাক্কালে মেঘালয়ে একাধিক সভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)