এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার
মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার ভি এল কান্তা রাও বলেন, ভোটের লাইনে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গেন্দা বাঈ নামে ৫৮ বছরের মহিলা ভোটার। মধ্যপ্রদেশে পৃথক ঘটনায় ভোটের কাজে যুক্ত দুজন সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
ভোপাল: মধ্যপ্রদেশে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মৃত্যু মহিলার। রতলম-ঝাবুয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত চান্দোরা গ্রামে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু হয় তাঁর। মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার ভি এল কান্তা রাও বলেন, ভোটের লাইনে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গেন্দা বাঈ নামে ৫৮ বছরের মহিলা ভোটার। মধ্যপ্রদেশে পৃথক ঘটনায় ভোটের কাজে যুক্ত দুজন সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। রাও বলেন, রবিবার সকালে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান গারু সিংহ চোগাড় নামে একজন। তিনি ধর লোকসভা কেন্দ্রের জালওয়াত বুথে নিযুক্ত ছিলেন। শনিবার রাতে হৃদরোগে মারা যান দেওয়াস লোকসভা কেন্দ্রের প্রিসাইসিং অফিসার অনিল নেমা।
সিমলার খবর, শনিবার হিমাচল প্রদেশে বিভিন্ন অসুখে ভোটের কাজ সামলানোর সময় মৃত্যু হয়েছে তিন সরকারি কর্মীর। এতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। তিনজনের পরিবারকে সমবেদনা জানিয়ে ১৫ লক্ষ টাকার এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের খবর, নির্বাচনের কাজে জড়িত দুজন কর্মীর মৃত্যু হয়েছে রবিবার।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement