Narendra Modi Interview: অভাব রয়েছে নেতৃত্বে, বাংলার উন্নতির জন্য কোন পথ বাতলালেন মোদি?
Narendra Modi exclusive Interview with ABP Ananda: সপ্তম অর্থাৎ শেষ দফায় নির্বাচন ১ জুন। ভোটগণনা ৪ জুন। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ (ABP Ananda)।

নয়াদিল্লি: পিছিয়ে নেই বাংলা। অভাব নেই সামর্থেরও। অভাব শুধুমাত্র নেতৃত্বের। ভবিষ্যতে বাংলা কীভাবে এগিয়ে যাবে সেই পথ এবার দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন ১ জুন। ভোটগণনা ৪ জুন। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ (ABP Ananda)। শেষ দফা ভোটের আগে মোদির (Narendra Modi) দীর্ঘতম সাক্ষাৎকার। এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র (Suman De) সাক্ষাৎকারে এদিন নরেন্দ্র মোদি বলেন, "বাংলা একসময় আর্থিক, সামাজিক সব দিক থেকে নেতৃত্ব দিত। সব দিকে বাংলাই নজরে আসবে। সামর্থের কোনও অভাব নেই। অভাব রয়েছে সঠিক নেতৃত্বে।
বাংলার উন্নতি কোন পথে?
এই নেতৃত্ব জীবনের প্রতিটি পর্যায়ের তাও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক নেতার নেতৃত্বের বিষয় নয়। তাঁর মুখে উঠে এসেছে বাংলার ফুটবলও প্রসঙ্গও। এদিন প্রধানমন্ত্রী বলেন, "আমি শুধুমাত্র রাজনৈতিক নেতার কথা বলছি না। বলছি জীবনের প্রতিটি ক্ষেত্রের বিষয়ে। বাঙালির ডিএনএ-তে ফুটবল রয়েছে। কিন্তু আমাদের দেশ তো পদক জিততে পারে না। কিন্তু এটার দিকে যদি সঠিকভাবে নজর দেওয়া হত, যদি সুযোগ সুবিধা দেওয়া হত, তাহলে বিশ্বের সেরাদের মধ্যে থাকত বাংলার ফুটবল। কিন্তু তারজন্য তো দায়িত্ব নিতে হয়। সঠিক নেতৃত্বের প্রয়োজন। কৃষিতে কী কম রয়েছে! বাংলাদেশের পাটশিল্প থেকে কোনও অংশ পিছিয়ে বাংলার পাট শিল্প। রেডিমেড জামাকাপড়ে বাংলায় কী কম রয়েছে!''
এদিন মোদির কথায় উঠে এসেছে বাংলার উন্নতির পথও। বাংলা পিছিয়ে নেই, তাও বুঝিয়ে দিলেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, "দুনিয়া বদলাচ্ছে। ভবিষ্য়ৎ এশিয়ার। দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্র কলকাতা এবং গুয়াহাটি। আমাদের ওভাবে ভাবতে যে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃত্ব দেওয়ার মতো রাজ্য। গুয়াহাটি আর কলকাতার মধ্যে সেই শক্তি রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কথা মাথায় রেখে পরিকল্পনা করছি। তাতে সবচেয়ে বেশি লাভবান হবে কলকাতা।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi Interview: দশ বছরে কত টাকা বাজেয়াপ্ত করেছে ED? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন মোদি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
