Narendra Modi Oath Ceremony: প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি
Narendra Modi Oath Ceremony: তৃতীয়বারে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কলকাতা: রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi Oath Ceremony)। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধেয় ৭টার পর নিলেন শপথ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি।
শপথ নিলেন নরেন্দ্র মোদি: এদিন সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। এর মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী, ৫জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীও শপথ নেন। বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় রয়েছেন ২ জন। মোদি মন্ত্রিসভার নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। প্রতিমন্ত্রী হচ্ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।
রাইসিনা হিলসে নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও হাইপ্রোফাইল ব্যক্তিরা। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে উপস্থিত রয়েছেন। মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর, নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রাইসিনা হিলসে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রয়েছেন মুকেশ আম্বানি, রজনীকান্ত, শাহরুখ খান, রাজকুমার হিরানিরাও।
একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, TDP ও JDU-র সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। আর রবিরাসরীয় সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে INDIA শিবিরে দেখা গেল ভিন্ন দুই ছবি।মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রইলেন বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম প্রধান দল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় অনুপস্থিত রইল ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তর শরিক তৃণমূল। শনিবারই যদিও এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লি গেলেও, রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে যোগ দিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি।
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "শপথগ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। আমাদের MP-দের সব রেজিস্ট্রেশন করতে হয়। তাঁদের ৫ থেকে ৯ পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট। রবিবারও খোলা আছে পার্লামেন্ট। সেকারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশি। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার। রাত্রিবেলা আসার জন্য়। আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কী করে যাব?''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sealdah Train Schedule: নির্ধারিত সূচির আগে শিয়ালদায় শুরু ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা