AFSPA In JK: ভূস্বর্গ থেকে সেনা প্রত্যাহার নিয়ে কী বললেন অমিত শাহ? কটাক্ষ ওমর আবদুল্লার
AFSPA In JK: বুধবার বুদগামে একটি জনসভায় যোগ দিয়ে এই প্রসঙ্গে অমিত শাহ-কে তীব্র কটাক্ষ করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
বুদগাম: লোকসভা নির্বাচনের (Loksabha election 2024) প্রাক্কালে ভূস্বর্গের একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) থেকে কেন্দ্রীয় সরকার AFSPA ও সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বুধবার এই প্রসঙ্গে তাঁকে তীব্র কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা (NC leader Omar Abdullah)।
জম্মু ও কাশ্মীরের একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে অমিত শাহ বলেন, "আমরা সেনা প্রত্যাহার করে নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের হাতেই আইন-শৃঙ্খলা রক্ষার ভার তুলে দিতে চাইছি। আমরা পুলিশকে শক্তিশালী করে তুলছি। যারা এনকাউন্টারের সময়ে একদম সামনে থাকে। আমরা সাত বছরের জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করেছি। তাতে ধীরে ধীরে সেনাকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে।"
এই মন্তব্য করার পাশাপাশি কাশ্মীরের কিছু অংশ থেকে সরকার AFSPA প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বলেও সাক্ষাৎকারে ইঙ্গিত দেন অমিত শাহ। বলেন, "আমরা অবশ্যই এই প্রস্তাবটি বিবেচনা করে দেখব। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই আমরা খুব তাড়াতাড়ি এই প্রস্তাবটি বিবেচনা করব।"
বুধবার বুদগামে একটি জনসভায় যোগ দিয়ে এই প্রসঙ্গে অমিত শাহ-কে তীব্র কটাক্ষ করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। বলেন, "আফসা প্রত্যাহারের বিষয়ে যদি কথা হয়, তাহলে আমি ওদের পরামর্শ দেব আজ থেকে তা শুরু করে দিতে। ওরা যখন বলছেন সবকিছু স্বাভাবিক রয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে এবং কাশ্মীরে সব ভালো রয়েছে তাহলে ওরা কীসের জন্য অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি এটা ওদের প্রত্যাহার করে নেওয়া উচিত। আমি এটার জন্য ২০১১ সাল থেকে অপেক্ষা করছি। কিন্তু, আমার ভয় হচ্ছে যেভাবে লাদাখের সঙ্গে ষষ্ঠ তফসিলের বিষয় নিয়ে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ঠিক সেইরকম ভাবেই কাশ্মীরের মানুষকেও আফসা-র বিষয়ে ঠকানো হবে।"
#WATCH | Budgam (J&K): National Conference leader Omar Abdullah attends a public rally and says, "As far as revoking AFSPA is concerned, then I suggest them to start today. When they say everything is normal, militancy is over and everything is good in Kashmir, then what are they… pic.twitter.com/9WLPQDtnPA
— ANI (@ANI) March 27, 2024
আরও পড়ুন: Abhishek Banerjee: এত পরিষেবার পর ফল খারাপ হলে বুঝতে হবে মানুষ চাইছেন না, সরে যেতে হবে: অভিষেক