Odisha Assembly Poll Result: ওড়িশায় গেরুয়া-ঝড়!বিধানসভা ভোটে পিছিয়ে পড়লেন নবীন পট্টনায়েক
Odisha Assembly Election: একটি আসনে পিছিয়ে নবীন পট্টনায়েক। একটিতে এগিয়ে। অধিকাংশ আসনে এগিয়ে বিজেডি
কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলের সঙ্গেই ওড়িশায় বেরোচ্ছে বিধানসভা নির্বাচনের ফলও। সেখানে হাসি চওড়া হচ্ছে বিজেপির। উল্টোদিকে অনেক পিছিয়ে নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) বিজেডি।
ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়েক পিছিয়ে পড়েছেন তাঁর অন্যতম শক্ত ঘাঁটি কান্তাবাঞ্জিতে (Kantabanji)। যদিও Hinjili আসনে এগিয়ে রয়েছেন নবীন পট্টনায়েক।
পাঁচ দফার পরে এই নিয়ে ষষ্ঠ দফার জন্য লড়ছেন নবীন। কিন্তু এবার তাঁর দলও মুখ থুবড়ে পড়েছে ওড়িশা বিধানসভা নির্বাচনে। মোট ১৪৭ টি আসনের বিধানসভায় দুপুর ১২টা পর্যন্ত ৭৫টি আসনে এগিয়ে বিজেপি। ৫৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেডি। ১২টি আসনে এগিয়ে কংগ্রেস।
লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও ওড়িশায় ২১ টি আসনের ক্ষেত্রে ১৮টি আসনে এগিয়ে বিজেপি। বিজেডি এগিয়ে রয়েছে মাত্র ২টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত ওড়িশার বিধানসভা নির্বাচনে আশিটি বিধানসভায় এগিয়ে অথবা জিতেছে বিজেপি। এর মধ্য়ে ১৯টি আসনে জিতেছে বিজেপি। ৬১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে বিজু জনতা দল এখনও জিতেছে ১১টি আসনে। এগিয়ে রয়েছে ৩৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১টি আসনে, এগিয়ে রয়েছে ১২টি আসনে। এই রাজ্যে একটি আসনে এগিয়ে রয়েছে সিপিএম-ও। ৩ টি আসনে এগিয়ে রয়েছেন নির্দলেরা।
সারা দেশে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি (BJP)। টার্গেটের ধারেকাছেও পৌঁছতে পারেনি বিজেপি। কিন্তু ওড়িশা হাত ভরে দিয়েছে বিজেপিকে। ২১ লোকসভা আসনের ওড়িশায় ১৯টি আসনে এগিয়েছে রয়েছে বিজেপি। বিজেডি এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে।
সারা দেশে ছবিটা কী?
গোটা দেশে অবশ্য হোঁচট খেয়েছে বিজেপি বিজয়রথ। সারা দেশে সন্ধে পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে বা জিতেছে ২৪০টি আসনে। এনডিএ -এগিয়ে বা জিতেছে ২৯২ টি আসনে। অন্যদিকে গত লোকসভা (Lok Sabha Election Result) আসনের তুলনায় অনেক ভাল ফল করেছে কংগ্রেস। ৫২ আসন থেকে লাফিয়ে ১০০ আসনে জয় পেয়েছে কংগ্রেস। ইন্ডিয়া জোটে দখলে রয়েছে বা এগিয়ে রয়েছএ ২৩৩টি আসনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস