Panchayat Election 2023: মমতার সভার আগে TMC সমর্থকের বাড়ি থেকে উদ্ধার বোমা
Bomb Rescue in TMC Supporter House before CM Meeting:মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার আগে অঘটন, বীরভূমের দুবরাজপুরে তৃণমূল সমর্থকের বাড়ি থেকে উদ্ধার হল বোমা।
ভাস্কর মুখোপাধ্যায় এবং এরশাদ আলম, বীরভূম: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভার্চুয়াল সভার আগে, বীরভূমের দুবরাজপুরে তৃণমূল সমর্থকের বাড়ি থেকে উদ্ধার হল বোমা (Bomb Rescue)। যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রামে তৃণমূল সমর্থক শেখ জানে আলমের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে প্লাস্টিকের ড্রাম বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। ড্রামে ১৪-১৫টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান। দুবরাজপুর থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। সপরিবারে পলাতক তৃণমূল সমর্থক। তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি।
রাজ্য জুড়ে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা। তবে কখনও কখনও সেই তালিকায় শাসকদলের সমর্থক কিংবা আইএসএফ কর্মীর নামও প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হয়েছিল বোমা। ভাঙড়ের ধৈয়তি গ্রামে আইএসএফ (ISF) কর্মীর বাড়িতে মুরগির ঘর থেকে উদ্ধার হয়েছিল বস্তা ভর্তি বোমা। আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হানা দিয়েছিল কাশীপুর থানার পুলিশ।আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আইএসএফের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছিল। ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করেছিল আইএসএফ, পাল্টা দাবি শাসকদলের।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কোচবিহারেই মৃত্যু হয়েছে ২ জনের। সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের পর কোচবিহারে গেছেন রাজ্যপাল। কোচবিহার থেকে একের পর এক হিংসার উদ্বেগজনক খবর আসছে। এই পরিস্থিতিতে কোচবিহারে পৌঁছে কড়া বার্তা দেন রাজ্যপাল।
রাজ্যপাল বলেন,'আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক। কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে।' ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন সিপিএম-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়া, ভয় দেখানোর অভিযোগ ওঠে।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
সম্প্রতি, ৬ বার গুলি চলেছে কোচবিহারে। এই অবস্থায়, পঞ্চায়েত ভোটের আগে, অশান্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও। পঞ্চায়েত ভোটের মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে অমিত শাহ -র ডেপুটি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের।