Panchayat Election 2023:রাজ্যকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার, খাতরার সভায় হুঙ্কার শুভেন্দুর
Panchayat Poll 2023: কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।
LIVE
Background
দঃ ২৪ পরগনা, বীরভূম, হুগলি, পঃ বর্ধমান, পঃ মেদিনীপুর, জলপাইগুড়ি, দঃ দিনাজপুর। তৃণমূলের আধিপত্যেও জেলা পরিষদে খাতা খুলতে পারে বিরোধীরা। বলছে ওপিনিয়ন পোল (Opinion Poll)।
মুর্শিদাবাদে (Murshidabad) ঝড় তুলতে পারে বাম-কংগ্রেস জোট। জেলা পরিষদের ৭৮টির মধ্যে পেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসন। ৩০ থেকে ৪০টিতে সম্ভাবনা তৃণমূলের। আভাস সি ভোটারের ওপিনিয়ন পোলে।
কোচবিহারে জেলা পরিষদে হতে পারে জোর লড়াই। ৩৪টির মধ্যে ১৫ থেকে ১৯টি পেতে পারে বিজেপি (BJP), ১৩ থেকে ১৯টি তৃণমূলের। ইঙ্গিত সি ভোটারের ওপিনিয়ন পোলে।
ফিরল সেই ঝুলন্ত দেহের রাজনীতি। সবংয়ে বাড়িতেই বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আত্মহত্যার তত্ত্ব শাসক দলের।
খুনের আগে বারবার হুমকি। পাঠানো হয় সাদা থান। অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ। দাবি পরিবারের।
সবংয়ে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলে হুঙ্কার সুকান্তর। তৃণমূল শান্তির হোলি খেলবে, পাল্টা সৌগত।
গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে। ভোট সন্ত্রাস নিয়ে ফের কড়া বার্তা রাজ্যপালের (Governor)।
শুভেন্দুর (Suvendu Adhikari) মিছিল ঘিরে উত্তাল নয়াগ্রাম। একদিকে বিজেপির পদযাত্রা, ছাদ থেকে পাল্টা তৃণমূলের (TMC) স্লোগান।
ব্যালট পাহারা থেকে বাক্সে পদ্ম ছাপের সিল, ভোট লুঠ রুখতে শুভেন্দুর দাওয়াই। ভোটে কারচুপি করতে ফের ডবল ব্যালটের অভিযোগ অধীরের।
লোকসভা ভোটের (Parliament Election) ৩ মাসের মধ্যেই পড়ে যাবে তৃণমূল সরকার। শুভেন্দুর পর এবার হুঙ্কার সুকান্তর (Sukanta Majumdar)
মক্কা থেকেই পঞ্চায়েতে মনোনয়ন, চাপের মুখে শেষপর্যন্ত মিনাখাঁর তৃণমূলপ্রার্থীর মনোনয়ন বাতিল। কাদের মদতে জালিয়াতি? এখনও অধরা জবাব।
Panchayat Election: সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু, এবার এফআইআর নিয়ে বিতর্ক
সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু, এবার এফআইআর নিয়ে বিতর্ক। আত্মহত্যার অভিযোগ মায়ের, তৃণমূলকর্মীদের হাতে খুনের দাবি স্ত্রীর!
Panchayat Poll 2023: ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
Panchayat Election: ভাঙড়, ক্যানিংয়ের পর এবার সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহারে রাজ্যপাল। কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারে রাজ্যপাল।
ভাঙড়, ক্যানিংয়ের পর এবার সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহারে রাজ্যপাল। কালিম্পং থেকে ফেরার সময় হঠাৎ কোচবিহারে রাজ্যপাল।
Panchayat Poll 2023: জেলায় জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি পঞ্চায়েতে তৃণমূলের ফল খারাপ হতে পারে? কী বলছে সি ভোটারের সমীক্ষা?
রাজ্যের একাধিক জেলায় একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্ব খবর সামনে এসেছে। এমনকী দলের হুঁশিয়ারি উড়িয়ে নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন একাধিক তৃণমূল বিধায়ক। জেলায় জেলায় এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি পঞ্চায়েতে তৃণমূলের ফল খারাপ হতে পারে? সি ভোটার সমীক্ষায় উঠে এসেছে, ৬৪ শতাংশ মনে করছেন হ্যাঁ। না মনে করছেন ২৫ শতাংশ। বলতে পারব না ১১ শতাংশ।
Panchayat Election: কোন দিকে ঝুঁকে উত্তর দিনাজপুর জেলা পরিষদ? কী বলছে জনমত সমীক্ষা?
উত্তর দিনাজপুরের জেলা পরিষদে মোট আসন সংখ্যা ২৬টি। C VOTER-এর ওপিনিয়ন পোলের সমীক্ষা অনুযায়ী, ২৬টি আসনের মধ্যে তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা হতে পারে ১৫ থেকে ২১টি। বিজেপির পক্ষে যেতে পারে ৫ থেকে ৯টি আসন। অন্যদিকে বাম ও কংগ্রেস জোট পেতে পারে ০ থেকে ২টি আসন।