Panchayat Election : রক্তস্নাত রাজ্য, সৌগত, চিরঞ্জিৎ থেকে হুমায়ুন, তৃণমূলের অন্দরেই ক্রমশ জোরাল হচ্ছে প্রতিবাদের সুর
Panchayat Repoll LIVE Updates: আজ একাধিক বুথে হবে পুননির্বাচন। সব খবরের লাইভ দেখতে থাকুন...

Background
ভোট মিটলেও সন্ত্রাসে বিরাম নেই। এই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হতে চলেছে রাজ্যের ৬৯৬টি বুথে। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ ১৯টি জেলার একাধিক বুথে হবে পুননির্বাচন। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
পুনর্নির্বাচনের আগেের রাতে, দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি। ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। এছাড়া টাকা ও গয়না লুঠের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে কেঁদে ফেললেন গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবি। গত শনিবার ভোটের দিন, এখানেই গুলিবিদ্ধ হন এক কংগ্রেস সমর্থক। দিনহাটার ১ নম্বর ব্লকের এই বুথে আজ পুনর্নির্বাচন আছে।





















