Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল NIA
NIA Rescue Explosives: পঞ্চায়েত ভোটের দোরগড়ায় নলহাটির পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল এনআইএ।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের দোরগড়ায় (Panchayat Election 2023) নলহাটির পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল এনআইএ (NIA)। এদিন সকালে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর একটি দল নলহাটি থানার ক্রেসার পাহাড় এলাকা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। পাথর শিল্পাঞ্চল এলাকা থেকে মনোজ ঘোষের ক্রাসার থেকে উদ্ধার করা হয়েছে এই বিস্ফোরক (Explosive)।
প্রসঙ্গত, সম্প্রতি এই জেলার স্কুলের কাছে তাজা বোমা উদ্ধার করা হয়েছিল। ১২ ঘণ্টার ব্যবধানে শান্তিনিকেতনের (Shantiniketan) রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলেছিল ৬১টি তাজা বোমা। সকালে লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ৩০০-৪০০ মিটার দূরে মাঠের মধ্যে দুটি প্লাস্টিকের জারে বোমা দেখতে পেয়েছিলেন সেবার স্থানীয়রা। মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে বোমা। কোথাও প্লাস্টিকের জারে বোমা ভর্তি করে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। বীরভূমের দু'জায়গা থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। স্থানীয়দের দাবি ছিল, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়েছিল।
লালমাটির জেলার আমোদপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার করে পুলিশবোমা মজুতের অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল সাঁইথিয়া থানা।সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলেছিল ৬১টি তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর,এই এলাকা থেকে ৫০০ মিটার দূরে ২১টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়েছিল। স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে সেবার। প্রায় প্রতিদিনই বীরভূমে বোমা মেলায়, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
এদিকে ৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধ (Panchayat Poll 2023)। তার আগে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে তেতে উঠেছে বাংলা।বোমাবাজি, সংঘর্ষ, রক্তপাত থেকে খুনোখুনি। বাদ যায়নি কিছুই।এখন যেভাবে জেলায় জেলায় বোমা উদ্ধার হচ্ছে, তাতে গণতন্ত্রের উৎসব আদৌ শান্তিপূর্ণ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে। দিকে দিকে হামলা ও বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে সম্প্রতি জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় বিজেপি।