Panchayat Election : শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?
State Election Commission : রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২২৯। এর মধ্য়ে ৬ হাজার ২৩৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। যা মোট আসনের প্রায় ১০ শতাংশ।
হাওড়া : রাজ্য়ের ৬৩ হাজার ২২৯ টি গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) আসনের মধ্য়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় (Uncontested Win) এল ৬ হাজার ২৩৮ টি আসনে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি (Panchayat Samiti) এবং জেলা পরিষদেও (Zilla Parishad) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্য়ান সামনে এনেছে রাজ্য় নির্বাচন কমিশন (State Election Commission)। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, দুই ক্ষেত্রেই বিনা লড়াইয়ে জয়ের নিরিখে সবার ওপরে বীরভূম (Birbhum)।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) জন্য কেন্দ্রীয় বাহিনী চলতে থাকা ঘটনার ঘনঘটার মধ্যেই ক্রমশ এগিয়ে আসছে গ্রাম বাংলা দখলের লড়াই। আর যেখানে বারবার সামনে উঠে এসেছে হিংসা-মারামারির প্রসঙ্গ। এর মাঝেই চমক দিল বীরভূম। অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এখন তিহাড় জেলে বন্দী। কিন্তু রাজ্য় নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান বলছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ক্ষেত্রে রাজ্যে এগিয়ে রয়েছে বীরভূম।
গ্রাম পঞ্চায়েত
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য জানাচ্ছে, গ্রাম পঞ্চায়েতে সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে বীরভূমে (৮৯৩)। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৬৭)। যারপর যথাক্রমে পূর্ব বর্ধমান (৮৫৮), হাওড়া (৭১৭), বাঁকুড়া (৬৬৪) ও এবং পশ্চিম মেদিনীপুর (৬২২)। কমিশনের তথ্য বলছে সব জেলাতেই গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে।
পঞ্চায়েত সমিতি
গ্রাম পঞ্চায়েতের মতো পঞ্চায়েত সমিতিতেও সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে বীরভূমে (১২৮)। এরপর রয়েছে বাঁকুড়া (১০৬), যারপর যথাক্রমে উত্তর ২৪ পরগনা (১০৪), হাওড়া (৯৮) ও পূর্ব বর্ধমান (৯৩)। প্রসঙ্গত, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেনি পঞ্চায়েত সমিতিতে।
একঝলকে পঞ্চায়েত-চিত্র
রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২২৯। এর মধ্য়ে ৬ হাজার ২৩৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। যা মোট আসনের প্রায় ১০ শতাংশ। রাজ্যে পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ৭৩০। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৭৫৯ আসনে। রাজ্যে জেলা পরিষদের মোট আসন ৯২৮। এর মধ্যে ৮ আসনে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জেলা পরিষদে ৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে।
আরও পড়ুন- রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল
যদিও রাজ্য় নির্বাচন কমিশনের এই পরিসংখ্যানের মধ্যে নেই দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে তা প্রকাশ করেনি কমিশন।