Panchayat Election: বারবার আশ্বাস, তারপরেও হিংসায় '১৮-কে ছাপিয়ে গেল '২৩! চলছে দোষারোপের পালা
Panchayat Poll:গোটা ঘটনায়, বিরোধীদের কটাক্ষ, শান্তিপূর্ণ ভোটের বার্তা শুধু লোক দেখানোই ছিল। পাল্টা বিরোধীদেরও নিশানা করেছে তৃণমূল।
শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা: শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের জন্য় বারবার সওয়াল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা বিনা বাধায় মনোনয়নপত্র জমা দিতে পারবে, এমন বার্তাও তিনি বারবার দিয়েছিলেন। মনোনয়ন পত্র জমা দিতে অসুবিধা হলে তাঁকে জানানো যাবে, এমনটাও বলেছিলেন। কিন্তু শেষে দেখা গেল তেইশে ফের ফিরে এল আঠারোর পঞ্চায়েত ভোটের হিংসার ছবি। শাসক দল থেকে বিরোধী দল- দুপক্ষেই ঝরল বহু প্রাণ। ভোটের দিনে মৃত্যুর নিরিখে তো ২০১৮ সালকেও ছাপিয়ে গেল ২০২৩ সাল। গোটা ঘটনায়, বিরোধীদের কটাক্ষ, শান্তিপূর্ণ ভোটের বার্তা শুধু লোক দেখানোই ছিল। পাল্টা বিরোধীদেরও নিশানা করেছে তৃণমূল।
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে আক্ষেপ করা হয়েছে। সেই ঘটনা যাতে এবারের পঞ্চায়েত নির্বাচনে না ঘটে তা বারবার বলা হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে। কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় থেকেই লাগাতার হিংসার ঘটনা দেখেছে রাজ্য। পঞ্চায়েত ভোটের দিনও বাদ যায়নি হিংসা। শুধুমাত্র ভোটের দিনই যত প্রাণহানি হয়েছে, পরিসংখ্যানের নিরিখে তা ছাপিয়ে গিয়েছে আঠারো সালের তথ্য়ও।
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে হিংসার বলি হয়েছিলেন ১৪ জন। আর এবারের পঞ্চায়েত ভোটের দিনেই শুধু মৃত্যু হয়েছে ১৬ জনের। ভোটের দিন আক্রান্ত হয়ে গুরুতর জখম হয়েছিলেন এমন ৩ জন পরে মারা যান। গত পঞ্চায়েত ভোটে যে যে জেলার মাটিতে হিংসা হয়েছিল, সেই সেই জেলায় এবারও হিংসার ছবি দেখা গিয়েছে।
গতবারের পঞ্চায়েত ভোটের দিন মুর্শিদাবাদে ২ জন খুন হয়েছিলেন। এবারও পঞ্চায়েত ভোটের আগের দিন থেকে ২৪ ঘণ্টায় সেই জেলায় হিংসার বলি ৫ জন। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের দিন মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা মেরে ও গুলি করে খুন করা হয় তপন মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে। এবারও পঞ্চায়েত ভোট চলাকালীন মুর্শিদাবাদের নওদায় কংগ্রেস কর্মী ও লালগোলায় সিপিএম সমর্থক খুন হন। সেই সঙ্গে রেজিনগরে এক তৃণমূল কর্মীকেও বোমা মেরে খুনের অভিযোগ ওঠে।
২০১৮-র পঞ্চায়েত ভোটের দিন নদিয়ার গুলি, বোমা মেরে এক তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ ওঠে। এবারও ভোটের দিন সেই নদিয়ার চাপড়ায় সংঘর্ষে এক তৃণমূলকর্মীর মৃত্য়ু হয়। ২০১৮-র পঞ্চায়েত ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতিকে, জীবন্ত পুড়িয়ে খুন করা হয়। কুলতলিতেও ভোটের বলি হন এক তৃণমূলকর্মী। এবারও পঞ্চায়েত ভোটের দিন বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকর্মীর আত্মীয়কে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে নির্দলপ্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে।
ঘটনাক্রমের নিরিখেও আঠেরো আর তেইশের মধ্য়ে ফারাক করা মুশকিল। ২০১৮ সালে উত্তর চব্বিশ পরগনার জ্যাংড়া হাতিয়ারায় ব্যালট বাক্স ভাঙচুর করে জলে ফেলে দেওয়া হয়। এবারও পঞ্চায়েত ভোটের দিন জ্যাংড়া-হাতিয়াড়ায় তৃণমূল-সিপিএম সংঘর্ষের মধ্যে ব্যালট বাক্স ফেলে দেওয়া হয় নর্দমায়।
২০১৮-র পঞ্চায়েত ভোটে রাজারহাটের কাশীনাথপুরে ব্যালট বাক্সেই জল ঢেলে দেওয়া হয়। এবারও পঞ্চায়েত ভোটের দিন পূর্ব বর্ধমানের খাজুরডিহিতে দেখা যায় সেই একই ছবি। ২০১৮-র পঞ্চায়েত ভোটে হাওড়ার উলুবেড়িয়ায় ব্যালট বাক্স নিয়ে পালাতে গিয়ে পানাপুকুরে ঝাঁপ দেয় এক যুবক। এ বারও ভোটের দিন মাথাভাঙার বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দেখা যায় এক যুবককে। ২০১৮-র পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ির রাজগঞ্জে ব্যালট বাক্স তুলে নিয়ে গিয়ে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এবারও ভোটের দিন, দিনহাটার বড়ভিটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের বুথে সেই ছবি দেখা যায়।
এই প্রেক্ষাপটেই বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, গোটাটাই লোক দেখানো ছিল। যদিও হিংসার ঘটনার পিছনে বিরোধীদেরই নিশানা করেছে তৃণমূল। বিরোধীদের দিকেই উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক জল।
পর্যবেক্ষকদের একাংশের মতে, ঊনিশের লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার নেপথ্য়ে অন্য়তম ফ্য়াক্টর ছিল আঠেরোর হিংসা। এবারের পঞ্চায়েত ভোটে যা ঘটল, তার প্রভাব কি সামনের বছর লোকসভা ভোটে পড়তে পারে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: গ্রাম বাংলায় কাদের দাপট? দেখুন পঞ্চায়েত ভোটের লাইভ রেজাল্ট