Panchayat Election Result: হাওড়ায় TMC-র বিজয় মিছিলকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোতল নিক্ষেপ, আহত একাধিক
Attacked on Howrah TMC Victory Procession: তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায়। অভিযোগ আঙুল কার দিকে ?
সুনীত হালদার, হাওড়া: তৃণমূল কংগ্রেসের (TMC) বিজয় মিছিলে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায় (Howrah)। আজ সন্ধ্যেবেলায় হাওড়া ডোমজুড়ের কলোড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়ায় এই ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস কর্মীরা স্থানীয় সদ্য বিজয়ী পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বিজয়ের মিছিল পাড়ার মধ্যে দিয়ে মিছিল এগোতেই, বেশ কিছু দুষ্কৃতী মিছিল লক্ষ্য করে ইট ও বোতল ছোড়ে বলে অভিযোগ। এমনকি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং একটি বাইকেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা ভোটের আগে থেকেই গন্ডগোল পাকানোর চেষ্টা করছিল। আজ সন্ধ্যেবেলায় তৃণমূল কর্মীরা যখন রাস্তার ধারে বসে চা খাচ্ছিল, সেই সময় সিপিএম কর্মীরা পরিকল্পনামাফিক গন্ডগোল পাকায়। ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। দোষীদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য তারা পুলিশের দ্বারস্থ হবেন।
এদিকে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন তিনি জিতলেও তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। সিপিএম কেন হামলা করবে ? এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের বিজয়ী সদস্যের স্বামী অবশ্য স্বীকার করেছেন মিছিলে হামলা করে তৃণমূল কংগ্রেস কর্মীরাই। এর পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। ঘটনাস্থলে দোকানপাট বন্ধ। চাপা উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন, রাজ্যে এসে মমতার নিশানায় BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম
একদিকে যখন সবুজ ঝড়, তখন অপরদিকে রাজ্যে ভোট সন্ত্রাস ঘিরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ অবধি পাওয়া খবরে, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭। আর হিংসা-মৃত্যুর এই পরিসংখ্যানের মাঝেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন মমতা স্পষ্ট করেন, 'আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!'সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।' এদিন তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তুলে বলেন, 'ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি। ৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। যে ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?'