Panchayat Poll 2023: ২৪ ঘণ্টা পার হতেই ফের 'ব্যালট' উদ্ধার, হুগলির পর এবার নদিয়া
Nadia Ballot Rescue: সাতসকালে নদিয়ার মাথাভাঙ্গা নদীর ধারে এবার মিলল বৈধ ব্যালট, অভিযোগের আঙুল কার দিকে ?
নদিয়া, প্রদ্যোৎ সরকার: ২৪ ঘণ্টা পার হতেই ফের ব্যালট উদ্ধার রাজ্যের আরও একটি জেলায়। সাতসকালে নদিয়ার (Nadia) মাথাভাঙ্গা নদীর ধারে এবার মিলল বৈধ ব্যালট (Ballot) । বৈধ ব্যালট ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।নদীর ধারে একটি শিশু প্রথমে দেখতে পায়। সেই শিশু দোকানের মালিককে গিয়ে খবর দেয়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছেছে বিজেপির কর্মীরা (BJP Worker) এবং স্থানীয়রা।
গ্রামবাসীদের দাবি, কীভাবে ভোটের পরে নদীর ধারে এল এইরকম বৈধ ব্যালট যেখানে বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বারের ভোট রয়েছে, রয়েছে সিপিএম পঞ্চায়েত প্রার্থী ভোট, রয়েছে বিজেপির গ্রামের পঞ্চায়েতের ভোট। স্থানীয়দের দাবি, শাসকদলের নেতাদের ভোটে জয়ী করবার জন্যেই এই কাজ করা হয়েছে।
সম্প্রতি ব্যালট (Ballot) উদ্ধার হয়েছিল হুগলির পান্ডুয়ায়। গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল ব্যালট পেপার। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি- সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়।হুগলির জাঙ্গিপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে (High Court) মামলা হয়েছে।রিটার্নিং অফিসারকে ডেকে জবাব চেয়েছে আদালত। বিরোধীদের অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে।গণনাতে কারচুপি হয়েছে তারই প্রমাণ, এই ভাবে ভোট গণনা কেন্দ্রের আশেপাশে ছাপমারা ব্যালট উদ্ধার হওয়া বলে অভিযোগ। পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচির একটি বেসরকারি কলেজে। সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়।
জানা গিয়েছে, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে সিপিএম এবং বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম এবং বিজেপির কর্মীরা। সিপিআইএমের প্রদীপ সাহা অভিযোগ করেন, 'গোটা রাজ্যের মত পান্ডুয়াতেও ব্যালট পাল্টে দেওয়া হয়েছে। সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যলটি এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃণমূল। যারা কাগজ কুড়োতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গেছে।'
আরও পড়ুন, TMC প্রার্থীর এজেন্টের বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা পাঠাল কে ?
অপরদিকে, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) ব্যালট খেয়ে বিতর্কিত হয়েছিলেন অশোকনগরের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি (TMC Candidate Mahadeb Mati )।পঞ্চায়েত ভোটের গণনার মাঝে আচমকাই বাকরুদ্ধ করা কাণ্ড ঘটেছিল উত্তর ২৪ পরগনায়। '৪ ভোটে জিতছিলাম', এমনটাই দাবি তুলেছিলেন হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম (CPM) প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার।হার এড়াতে হঠাৎই টেবিল থেকে বেশ কয়েকটি ব্যালট নিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল সেদিন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থীর দাবি ছিল, 'বিজেপি ভোট গণনায় কারচুপি করার চেষ্টা করছিল, তাই ওঁদের হাত কামড় ধরি। ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ মিথ্যে। আমি ৪৬ ভোটে জিতেছি।'