West Bengal Panchayat Election Result Live: ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর
Panchayat Election Result Live Updates : পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ফল ঘোষণা ( Panchayat Poll 2023 ) ১১ জুলাই, মঙ্গলবার।
LIVE
Background
কলকাতা : শনিবার ৮ জুলাই ছিল রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোট (Panchayat Election)। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হয়। তারই ফল ঘোষণা ( Panchayat Poll 2023 ) ১১ জুলাই, মঙ্গলবার।
পঞ্চায়েত ভোটে রাজ্যবাসী সাক্ষী থেকেছে দিনভর সন্ত্রাসের ( Panchayat Poll Violence ) । ভোট মিটলেও সন্ত্রাস থামেনি। ভোট সংক্রান্ত হিংসায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়েছে। সেই প্রেক্ষাপটেই সোমবার ফের ভোটগ্রহণ হয় রাজ্যের ৬৯৬টি বুথে। মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ ১৯টি জেলার একাধিক বুথে হয় পুননির্বাচন।
যেখানে যেখানে পুনর্বার ভোটগ্রহণ হয়েছে, সেগুলি হল -
- মুর্শিদাবাদের ১৭৫টি বুথে পুনর্নির্বাচন : সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় হয় পুনর্নির্বাচন
- মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হয় পুনর্নির্বাচন
- কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন: হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে হয় পুনর্নির্বাচন
- উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হয় পুনর্নির্বাচন
- উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হয় পুনর্নির্বাচন
- বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হয় পুননির্বাচন , নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হয় পুনর্নির্বাচন
- পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে হয় পুনর্নির্বাচন
- দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে হয় পুনর্নির্বাচন হবে
- ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে হয় পুনর্নির্বাচন
- পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে পুনর্নির্বাচন
- হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হয় পুনর্নির্বাচন
- শনিবার ভোটদানের হার ছিল প্রায় ৮১ শতাংশ
West Bengal Panchayat Result :মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না
মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। মঙ্গলবার ফল ঘোষণার দিনেও বিভিন্ন জায়গা থেকে সামনে এল অশান্তির ছবি। যা নিয়ে প্রত্য়াশিতভাবেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
West Bengal Panchayat Election Result : সোশ্যাল মিডিয়ায় 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা ও অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের
সন্ধেয় ট্যুইট করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলনেত্রীর পোস্ট এল একটু রাতের দিকে। ফেসবুকে পোস্ট দিয়ে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। এদিন সকাল থেকে, ভোটগণনা শুরু হতে যে ট্রেন্ড দেখা গিয়েছে তাতে নাগাড়ে দাপট দেখিয়ে গিয়েছে তাঁর দল। রাত পর্যন্ত যতটা ফল জানা গিয়েছে, তাও সবুজ ঝড়ের কথাই বলছে। তবে গণনা এখনও শেষ হয়নি। তার আগেই প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদসূচক পোস্ট সোশ্যাল মিডিয়ায়।
West Bengal Panchayat Result : ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর
ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝাকোটা পঞ্চায়েতে জিতলেন নির্দল প্রার্থী। হারিয়ে দিলেন তৃণমূলের ৩ বারের জয়ী প্রার্থীকে ।
West Bengal Panchayat Election Result : বোমা ফাটিয়ে বিজয় উল্লাস, পুলিশের তাড়ায় পুকুরে আইএসএফ কর্মীদের ঝাঁপ
বোমা ফাটিয়ে বিজয় উল্লাস, পুলিশের তাড়ায় পুকুরে আইএসএফ কর্মীদের ঝাঁপ। ভাঙ্গড় ২ নম্বর ব্লকে জয়ের পর আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির পরেই কাশীপুর পুলিশের তাড়া, পুকুরে ঝাঁপ কয়েকজনের।
West Bengal Panchayat Result : বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল, সেখানে সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান
১৬ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল। প্রাণ গেছিল ১২ জনের। সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান। ১৭ আসন বিশিষ্ট সাহারা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনে দখল নিয়েছে বিজেপি। ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল।