Panchayat Election Result 2023 : ফেসবুকে কেন, সংবাদমাধ্যমের মুখোমুখি কেন নয়, মমতাকে প্রশ্ন রবিশঙ্করের
Panchayat Election : রবিশঙ্কর বলেন, 'গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি ... কেন বাংলায় এমনটা হচ্ছে ?
কলকাতা : বিধানসভার পর, পঞ্চায়েত ভোট-পর্বের হিংসার খতিয়ান নিতে, ফের রাজ্য়ে এল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। সোমবারই চার সদস্য়ের এই দল তৈরির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ( J P Nadda ) । তারপর বুধবারই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের ( Ravishankar Prasad )নেতৃত্বে এল বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি। গণতন্ত্রে এটা কি কাম্য? প্রশ্ন করলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ।
সাংবাদিক বৈঠক করে লাগাতার রাজ্য সরকারকে আক্রমণ করে গেলেন তিনি। প্রশ্ন তুললেন পঞ্চায়েত ভোটের ( Panchayat Election 2023 ) মনোনয়ম থেকে ফলপ্রকাশ পর্যন্ত এত হিংসা নিয়ে। রবিশঙ্কর বললেন, সিপিএমের আমলকে হিংসায় ছাপিয়ে যাচ্ছে তৃণমূল। তিনি প্রশ্ন তোলেন, কেন মনোনয়নের জন্য কেন এত কম সময় দেওয়া হল ? অনেক সময় তো বিডিও-ই ছিলেন না। আবার বিজেপির জয়ী প্রার্থীকেও জোর করে দলমদলের চেষ্টা হয়েছে।
রবিশশঙ্কর বলেন, তিনি বিহার থেকে এসেছেন। এক সময় বিহারে এমন দেখা যেত। কিন্তু এখানে এরকম কেন । বিহারে আজকাল আর সেসব হয় না। তিনি আরও বলেন, 'গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি ... কেন বাংলায় এমনটা হচ্ছে ? গণনার দিনও খুন হচ্ছে ! '। রবিশঙ্কর বলেন, বারবার ভোটের বিষয়ে আদালতকে মাথা গলাতে হয়। কড়া কড়া পর্যবেক্ষণ দিতে হয়। সুপ্রিম কোর্টও উদ্বেগপ্রকাশ করেছেন।
বাংলাজুড়ে ভোটের আবহে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে । ১২ জুলাই দুপুর ২ টো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ঘোষণার পরে ভোট-হিংসায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। রবিশঙ্কর মন্তব্য করেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট লুঠ, এত প্রাণহানির পর আপনার দল জিতেছে'। সেই সঙ্গে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গায় যাওয়ার অধিকার রয়েছে আমাদের। পশ্চিমবঙ্গে মানুষের পাশে থাকবে বিজেপি, শুভ সকাল রাজ্যে আসবেই'
বাংলার অবস্থা অত্যন্ত পীড়াদায়ক' ।
রবিশঙ্কর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি। উনি অনেক লড়াই করে এই জায়গায় এসেছিলেন। তাই আমাদের সকলের নজর ছিল, উনি ক্ষমতায় এসে কী করেন ! মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সব সময় উত্তর তৈরি থাকে। কিন্তু কেন উনি এবার ফেসবুকে প্রতিক্রিয়া দিলেন, কেন মুখোমুখি হতে পারলেন না সংবাদ মাধ্যমের? প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
রবিশঙ্কর প্রসাদের এই মন্তব্যের পরই ট্যুইটে জবাব দেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ' হাহাহাহাঃ বিজেপির রবিশঙ্কর প্রসাদ PCতে শুধু বললেন, "মমতা দিদি কেন মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না"! হাসি কন্ট্রোল করতে পারছি না! PC-র কথা কে বলছেন? যাঁর নেতা গত ৯ বছরে কখনও PC করেননি। যেখানে, দিদি হয়তো প্রশাসনের প্রধান হিসাবে PC করার ক্ষেত্রে ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
LIVE: Press conference by Fact Finding Committee at Salt Lake office, Kolkata.
— BJP Bengal (@BJP4Bengal) July 12, 2023
https://t.co/zY0MpUZVjl