Panchayat Poll 2023: 'পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন', রাজ্যপালের কাছে আর্জি BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের
BJP's Fact finding team in Basanti: হিঙ্গলগঞ্জের পর আজ বাসন্তীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

দক্ষিণ ২৪ পরগনা: সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (BJP's Fact Finding Team)। গতকাল হিঙ্গলগঞ্জের পর আজ বাসন্তীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা রবিশঙ্কর প্রসাদের।
বাসন্তী যাওয়ার আগে রাজভবনে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যপালের কাছে নালিশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের । 'সাংবিধানিক প্রধান হিসেবে পদক্ষেপ করুন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শাসনে কেউ আক্রান্তদের কথা শোনে না। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন', রাজ্যপালের কাছে আর্জি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। 'বিশ্বকে দেখাতে চাই কীভাবে বাংলা চালাচ্ছেন মমতা', রাজ্য সরকারকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের।
মূলত, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলির সংখ্যা ৫০ ছুঁইছুঁই। বলাইবাহুল্য, এমনই এক আবহে, রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?'
গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, ' বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলির তথ্যই দিচ্ছে না পুলিশ। নিহত তৃণমূল কর্মীদেরই পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। সেজন্য ১৯জনের মৃত্যু হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। শাসক দলের নির্দেশেই কাজ রাজ্য নির্বাচন কমিশনের। সব হিসেব হবে লোকসভা ভোটে', বলেন বিরোধী দলনেতা।
অপরদিকে, শেষ অবধি পাওয়া সূত্র মারফত খবর অনুযায়ী, আগামীকাল মণিপুরে যাচ্ছে না তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম'। পরিস্থিতির কথা জানিয়ে সফর পিছনোর আবেদন মণিপুর সরকারের। মণিপুর সরকারের আবেদনে সাড়া, সফর পিছোল তৃণমূল। কালকের বদলে ১৯ জুলাই মণিপুর যাওয়ার সিদ্ধান্ত তৃণমূলের।
আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় ৩৯ শতাংশ, অস্বস্তি থেকে মুক্তি কবে ? জানাল হাওয়া অফিস
রাজ্যে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে মমতা গতকাল বলেছেন, 'আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি।বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে।' আবার এরই সঙ্গেই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।মণিপুরের মানুষের সঙ্গে কথা বলার জন্য আমরা দল পাঠাচ্ছি।'





















