Panchayat Election 2023: 'ভোট শেষের পরই প্রাণে মেরে ফেলার হুমকি তৃণমূলের', বুথের বাইরে দাঁড়িয়ে কেঁদে ফেললেন CPM প্রার্থী
Birbhum: আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

ময়ূরেশ্বর: বীরভূমের (Birbhum) ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
কেষ্টবিহীন বীরভূমে তৃণমূলের বাধার মুখে সিপিএম। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে সিপিএম প্রার্থীদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। বাম কর্মীদের মারধর করে জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার পুনর্নিবাচনের দিনও একই ছবি। কার্যত খুনের হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ভোটের আগে সন্ত্রাস, ভোটের দিন সন্ত্রাস, পুনর্নির্বাচনেও সন্ত্রাস! বিরোধীদের প্রার্থীদের এই আতঙ্ক সে কথা স্পষ্ট করে দিচ্ছে। মুর্শিদাবাদে রানিনগরে রবিবার থেকে খোঁজ নেই মালিবাড়ি পঞ্চায়েতের আরএসপি প্রার্থী আজাবুল ইসলামের। সেখানকার এক বুথে এদিন পুনর্নির্বাচনও ছিল। তার বাড়িতে গিয়ে দেখা গেল, ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা পরিবার। কেঁদে ভাসাচ্ছেন আরএসপি প্রার্থীর মা, স্ত্রী ক্যামেরার সামনে মুখ খুলতেও ভয় পাচ্ছেন তাঁরা।
পরিবারের দাবি, রবিবার বিকেলে পুনর্নির্বাচন নিয়ে কথা বলতে বিডিও অফিসে যান আজাবুল। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না। ফোনেও যোগাযোগ করা যায়নি। এই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় আরএসপি প্রার্থী আজাবুলের খোঁজ। পরে পুলিশ বাড়িতে গিয়ে জানায় তাঁর খোঁজ মিলেছে।
অবশেষে ফোনে পাওয়া যায় আজাবুলকে। তাঁর সঙ্গে আমরা ফোনে কথা বলি। শুধু প্রার্থীর পরিবারই নয়। গ্রামের লোকও আতঙ্কে ভোট দিতে যাচ্ছেন না। বীরভূমের ময়ূরেশ্বর, মুর্শিদাবাদের রানিনগরে যখন আতঙ্কে বাড়ি ছাড়া আরএসপি প্রার্থী, তখন পাশের জেলা বীরভূমের ময়ূরেশ্বরে পুনর্নির্বাচনে ভোট দিতে এসে ভয়ে চোখের জল ফেলছেন সিপিএম প্রার্থী।
তাঁর অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা হুমকি দিচ্ছে। ময়ূরেশ্বরের সিপিএম প্রার্থী সাহিনা বিবি বলছেন, 'আমি কিছু বলতে পারছি না, কারণ, হাত-পা সব ভয়ে কাঁপছে...কারণ, আমাকে এটাই লাগছে যে, ভোট হওয়ার পর আমাকে বাড়িতে টিকতে দেবে নাকি দেবে না, কী করবে আমার স্বামী সঙ্গে, সব জায়গায় আমাকে স্বামীর জন্য হুমকি দিচ্ছে, তোকে মারব না, কিন্তু তোর স্বামীকে যেখানে পাব, হাত পা গুঁড়ো করে ফেলে দেব'।
কোচবিহারের দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধ। পুনর্নির্বাচনের দিন, আতঙ্কে কেঁদে ফেললেন ওই কংগ্রেস প্রার্থী।





















