Panchayat Elections 2023 Live Updates: পঞ্চায়েত ভোটের জন্য ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।

Background
হাইকোর্টের (High Court) কড়া পদক্ষেপের পরেই রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টইৃ ফেরালেন রাজ্যপাল (Governor)। রাজীব সিন্হার আর পদে থাকা নিয়েই জল্পনা। বেলাগাম সন্ত্রাস, ডেকেও না আসায় রাজীবের ভূমিকায় খুব্ধ রাজ্যপাল। ফেরত পাঠালেন জয়েনিং রিপোর্ট। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ভবিষ্যৎ নিয়েই বাড়ল জল্পনা।
ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে কারিকুরি! চলবে না চালাকি, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ন। রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির।
তেরোর চেয়েও এবার লাগবে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী। আজকের মধ্যে রিক্যুইজিশন দিতে হবে কমিশনকে। না মানলে প্রতিকূল অবস্থার হুঁশিয়ারি হাইকোর্টের।
দুহাজার তেরোয় কেন্দ্রীয় বাহিনীর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। এখন স্বতন্ত্রতার কী হল? মন্তব্য প্রধান বিচারপতির। নাম না করে হলেও উঠল মীরা পাণ্ডের প্রসঙ্গ। আদালতে দুরমুশ কমিশন, বাহিনী নিয়ে পরপর ধাক্কা, এবার কী করবে কমিশন?
ভোটের আগেই অশান্তির বলি ৮। এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের জন্য লজ্জার। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার।
পঞ্চায়েত ভোটেও সিবিআই (CBI) তদন্ত। বেনজির নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। উলুবেড়িয়া ১ নম্বরের ২ বাম (CPIM) প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে। উলুবেড়িয়ার পর রানিগঞ্জ। ফের মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ। তৃণমূলের হুমকিতেও প্রার্থীপদ প্রত্যাহার না করায় সই জাল করে নাম বাদ! বিডিওর নামে নালিশ কমিশনে।
বড়ঞাকাণ্ডে কংগ্রেসের (Congress) জয়। সিআরপিএফের নিরাপত্তায় কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি জমা নিতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। আদালতের রায়ের পর ধর্না তুললেন অধীর।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ। ভোটের আগেই একাধিক আসনে জয়। দক্ষিণ ২৪ পরগনা বাদে ২২ জেলার তালিকা প্রকাশ করল কমিশন।
'১৮-র পুনরাবৃত্তি '২৩-এও। সন্দেশখালিতে ১২টি পঞ্চায়েতে বিনাযুদ্ধে জয়ী তৃণমূল। মিনাখাঁতেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়। ধনেখালি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক ব্যাপারী। ক্ষোভে ছাড়লেন দলীয় পদ। বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি।
এবার ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়কের বিরুদ্ধে খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্করকে খুনের অভিযোগ। ভয় পাই না প্রতিহিংসায়, পাল্টা নৌশাদ।
Panchayat Election: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি। একের পর এক বাড়ি ভাঙচুর, গুলিও চলার অভিযোগ বিজেপির। সংঘর্ষ হলেও গুলি চলেনি, পাল্টা দাবি পুলিশের।
Panchayat Election: ১৪ দিনে ৯ জন খুন, পঞ্চায়েত ভোট ঘিরে এবার রক্তাক্ত পুরুলিয়া
১৪দিনে ৯জন খুন! পঞ্চায়েত ভোট ঘিরে এবার রক্তাক্ত পুরুলিয়া। আদ্রায় পার্টি অফিসেই টাউন তৃণমূল সভাপতিকে গুলি করে খুন। দেহরক্ষীও আহত।





















