(Source: ECI/ABP News/ABP Majha)
Panchayat Elections 2023 Live Updates: হিংসা-বিধ্বস্ত উত্তর থেকে দক্ষিণ, ভোটের আগের রাতেও একাধিক প্রাণহানি রাজ্যে
WB Panchayat Polls News Live: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন।
LIVE
Background
ফের অশান্ত দিনহাটা (Dinhata)। বোমা-গুলি। ৩ বিজেপি কর্মী-সহ (BJP) আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে (Jhargram) নির্দল প্রার্থী-সহ ২ জন আক্রান্ত।
কাল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে এখনও টানাটানি। ১ জন জওয়ান নয়, প্রাণহানির অশান্তির আশঙ্কায় এক সেকশন চায় কেন্দ্রীয় বাহিনী।
ভোটের পরে হিংসার আশঙ্কা। গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। অতীত উদাহরণ টেনে নির্দেশ হাইকোর্টের (High Court)। ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা।
সন্ত্রাসের পরেও স্পর্শকাতর বুথে নয় বাড়তি বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে রাজ্যের ১ সশস্ত্র পুলিশ। ভোটের লাইনের দায়িত্বে সিভিক।
২৯ দিনে রাজ্যে প্রাণ গেল ১৭ জনের! কুলপিতে (Kulpi) আক্রান্ত কংগ্রেস নেতার (Congress Leader) মৃত্যু। বীরভূমে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বেলডাঙায় ফের বিস্ফোরণে মৃত্যু।
ভোটের আগেই বেলাগাম হিংসা। মহাভারত থেকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়র। বাছা বাছা বিশেষণে কমিশনকে বোসের (CV Ananda Bose) বাউন্সার।
কৃষ্ণের মতো শান্ত থেকে কংসের মতো আচরণ করবেন না। কমিশনকে আক্রমণে রাজ্যপাল (Governor)। গঙ্গাজলেও হাতের রক্ত ধুতে পারবেন না বলে হুঁশিয়ারি।
নকল ব্যালট নিয়ে বিরোধীদের আশঙ্কা এবার রাজ্যপালের গলায়। কমিশনকে তদন্তের নির্দেশ।
রাজধর্ম নিয়ে কমিশনকে রাজ্যপালের কড়া বার্তা। পাল্টা জবাব অভিষেকের।
দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহারের পর আজ মুর্শিদাবাদে (Murshidabad) যাচ্ছেন রাজ্যপাল। কথা বললেন কুলপির নিহত কংগ্রেস প্রার্থীর পরিবারের সঙ্গে।
সংঘাত এবার সম্মুখসমরে। নন্দীগ্রামে মুখোমুখি শুভেন্দু-কুণাল। চোর চোর স্লোগানের পাল্টা প্রায় চলন্ত গাড়ি থেকে নেমে হুঁশিয়ারি।
ভোট লুঠ আটকাতে বিরোধী এজেন্টদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর। প্রার্থী দিতে না পারার ব্যর্থতা ঢাকতে অশুভ জোটের চক্রান্ত, পাল্টা অভিষেক।
ভোটের দিন নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ে নিজের বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না শুভেন্দু। নোটিস দিল পুলিশ। মানব আইন, কিন্তু কেউ আক্রান্ত হলে পাশে দাঁড়াব, বললেন শুভেন্দু।
তৃণমূল হারলেও, সরকারি পরিষেবা মেলার আশ্বাস অভিষেকের। ভিন্ন সুর নেতাদের।
Panchayat Poll Live: ভোটের আগের রাতেই দলবদল নিয়ে বুথে শাসক দলের প্রার্থীরা
ভোটের আগের রাতেই দলবদল নিয়ে বুথে শাসক দলের প্রার্থীরা। কাঁকসায় দলবদল নিয়ে বুথে ঢুকে পড়লেন ২ তৃণমূল প্রার্থী। ভোটকর্মীদের প্রভাবিত করার চেষ্টা, অভিযোগ বিরোধীদের। ভোটকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বুথে, দাবি ২ তৃণমূল প্রার্থীর।
Panchayat Poll Live: রাত পোহালেই ভোট, তার আগে রণক্ষেত্র হাসনাবাদ
রাত পোহালেই ভোট, তার আগে রণক্ষেত্র হাসনাবাদ। হাসনাবাদে বিজেপি কর্মীদের মারধর, জখম ৪। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, প্রতিবাদে অবরোধ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের
Panchayat Poll Live: ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর
ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ৮জন আহত। আহত ৮জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
Panchayat Poll Live: ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর
ভোটের আগের রাতে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুর। ভোটার স্লিপ বিলি নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, ৮জন আহত। আহত ৮জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
Panchayat Poll Live: আউশগ্রামে বুথের বাইরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ
ভোটের আগে বুথের বাইরেই বেলাগাম সন্ত্রাস! আউশগ্রামে বুথের বাইরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। আউশগ্রামের ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর এফপি স্কুল। বিষ্ণুপুর এফপি স্কুল ৩টি বুথ, গেটের বাইরে সংঘর্ষ। বুথের সুরক্ষায় শুধু ৩জন সশস্ত্র রাজ্য পুলিশ, এখনও নেই কেন্দ্রীয় বাহিনী! ভোটের আগেই সন্ত্রাস, কেন্দ্রীয় বাহিনীর দাবি ভোটকর্মীদের। কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা না পেলে ভোটের কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি