Panchayat Elections 2023 Live Updates: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
LIVE

Background
Patashpur News: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের। 'চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা। ভোট হোক শান্তিতে', আবেদন পটাশপুরে আক্রান্ত বিজেপি সমর্থকের। ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বিজেপি সমর্থক অলোক ভুঁইয়া। ফেটে গিয়েছে অপটিক্যাল গ্লোব, ডান চোখে আর দেখতে পারবেন না তিনি। জানালেন রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথঅয়ালমোলজির চিকিৎসকেরা।
Dinhata News: দিনহাটায় বিজেপির জেলা পরিষদ প্রার্থী গ্রেফতার
দিনহাটায় বিজেপির জেলা পরিষদ প্রার্থী গ্রেফতার। সালমারা থেকে গ্রেফতার বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন। 'পুরনো একটি মামলায় কোর্টের পরোয়ানা থাকায় গ্রেফতার', বিজেপি প্রার্থীর গ্রেফতারি নিয়ে এমনই দাবি পুলিশে সূত্রে। তৃণমূল থেকে দলবদলের পরেই বিজেপি প্রার্থী হন তরণী।
হারের ভয়ে চক্রান্ত করে গ্রেফতার, অভিযোগ বিজেপির ।
Gosaba News: আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়
পঞ্চায়েত ভোটের মুখে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। পুলিশ সূত্রে দাবি, শুধুমাত্র এক সিপিএম প্রার্থীর বাড়িতে হানা দিয়েই ৩০টি তাজা বোমা, ৩টি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং ৩৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তির সূত্রপাত, গতকাল দুপুরে। বটতলি থানা সূত্রে খবর, গতকাল দুপুরে তাঁদের কাছে ইনফরমেশন পৌঁছয়, জনৈক সইফুল মোল্লা আলা মোল্লা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।
Mathurapur News: পঞ্চায়েত নির্বাচনে শ্বশুর-জামাইয়ের লড়াই নন্দকুমারপুরে
পঞ্চায়েত নির্বাচনে শ্বশুর-জামাইয়ের লড়াই। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ নম্বর ব্লকের নন্দকুমারপুর পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথ। এই বুথে লড়াই শ্বশুর বনাম জামাইয়ের। তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাই শুষেনজিৎ মন্ডল। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন তাঁরই শ্বশুর পালান পাইক।
Birbhum News: তৃণমূল হারলে উন্নয়নের কোনও কাজ হবে না, ভোটারদের হুঁশিয়ারি তৃণমূল নেতার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! যে সব বুথে তৃণমূল হারবে, সেই সব বুথে উন্নয়নের কোনও কাজ হবে না। এমনকি ওই সব বুথে উন্নয়নের জন্য পঞ্চায়েতে দরবার করেও কোনও লাভ হবে না। দলীয় সভা থেকে এভাবেই ভোটারদের হুমকি দিলেন বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা নারায়ণ ভাণ্ডারী। গতকাল গোয়ালপাড়ার কসবা গ্রামে জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহর সমর্থনে তৃণমূলের পথসভা ছিল। সেখানে তৃণমূলের বিদায়ী উপপ্রধান বলেন, ১৫টির মধ্যে ৯টি আসনে ইতিমধ্যেই দল জিতে গিয়েছে। বাকি ৬টি আসনে ভোট হবে। সেই ৬টি বুথে তৃণমূল হারলে, ওই সব এলাকায় উন্নয়নের কোনও কাজ হবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
