Panchayat Poll 2023:২০১৮-র ভয়ঙ্কর ছবি ফিরল এবছরও, দগদগে স্বজনহারার স্মৃতি নন্দীগ্রামের মান্না পরিবারে
East Midnapore News: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে ৩১ দিনে বাংলায় একের পর এক মৃত্যু হয়েছে। পঞ্চায়েত ভোটে ১৫ জনের প্রাণহানি। সেই সঙ্গে বীভৎস সন্ত্রাস।
বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: ২০১৮-র পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) দিন, রাজনৈতিক সন্ত্রাসের বলি হন পূর্ব মেদিনীপুরের সিপিএম কর্মী অপু মান্না। ৫ বছর পর রাজ্য়ে আবার পঞ্চায়েত। কিন্তু সেদিনের ভয়ঙ্কর স্মৃতি ভেবে আজও শিউরে ওঠে নিহতের পরিবার। তাঁদের একটাই কথা, এভাবে যেন আর কোনও মায়ের কোল খালি না হয়।
দগদগে স্বজনহারার স্মৃতি: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে ৩১ দিনে বাংলায় একের পর এক মৃত্যু হয়েছে। পঞ্চায়েত ভোটে ১৫ জনের প্রাণহানি। সেই সঙ্গে বীভৎস সন্ত্রাস। দিকে দিকে রক্তপাত। আঠারোর ভয়ঙ্কর তাণ্ডবের ছবি ফিরল তেইশেও। ৫ বছর আগে এমনই এক পঞ্চায়েত ভোটের দিনটার কথা ভেবে আজও শিউরে ওঠে নন্দীগ্রামের (Nandigram) মান্না পরিবার। এমনই একটা দিন এই হাসিখুশি পরিবারের থেকে সব রং কেড়ে নিয়েছে।
২০১৮-র ১৫ই মে, পঞ্চায়েত ভোটের দিনই, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ ব্লকের গোপালপুরে ভোট সন্ত্রাসের বলি হন সিপিএম কর্মী অপু মান্না।পরের দিন ছিল তাঁর মেয়ের জন্মদিন। বলেছিলেন, ভোট মিটলে রাতে দোকান-বাজার সারবেন। কিন্তু, তার আগেই রক্তমাখা নিথর দেহটা পৌঁছয় বাড়িতে। আনন্দের উচ্ছ্বাস নিমেষে বদলে যায় শোকের বিলাপে। এবার তাঁর পরিবার ভোট দিলেও কিছুতেই ভুলতে পারছেন না, গতবারের সেই দিনটার কথা।
স্বামীর ছবি হাতে বসে স্ত্রী। ভোটে দিয়েছেন এবারও।রক্তক্ষয়ী সংগ্রাম যেন বন্ধ হয়.. সেটাই চাইছেন। নিহত সিপিএম কর্মীর স্ত্রী জয়ন্তী দাস মান্না বলছেন, “প্রথম থেকেই আমি বলেছি সব জায়গায় যেন শান্তিপূর্ণ ভোট হয়। আমি তো আগেই বলেছি, এখনও বলছি, সবসময় বলব, আমার যে কষ্ট হয়েছে, আর যেন কারও না হয়। আমি স্বামীহারা... শাশুড়ির কোল থেকে যে বাচ্চা হারিয়েছে, আর যেন কেউ এরকম না হয়।’’
২০১৮-র মতো ২০২৩-এর পঞ্চায়েত ভোটও হল সন্ত্রাস পূর্ণ। দিকে দিকে অশান্তির ছবি। গতকাল, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তারাচাঁদবাড় গ্রামে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট শুরু হতে দিতে হন নারাজ ভোটাররা। বুথের ৫০ মিটার দূরে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার। আতঙ্কিত পুলিশ কর্মীরা বুথ থেকে কিছুটা দূরে একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পুলিশের পায়ে পড়েছিলেন ভোটাররা। নিরাপত্তার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখিয়েছেন গ্রামবাসীদের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!