এক্সপ্লোর
২৩ মে সন্ধেয় পেট্রোল-ডিজেলের দাম ৫-১০ টাকা বাড়িয়ে দেবেন প্রধানমন্ত্রী, দাবি সূরজেওয়ালার
‘মোদিজি দেশকে বলছেন না, মানুষের সঙ্গে প্রতারণা করে ভোট আদায়ের লক্ষ্যে তিনি তেল সংস্থাগুলিকে ২৩ মে পর্যন্ত দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন।’

ফাইল ছবি
নয়াদিল্লি: ভোটে ফায়দা তোলার লক্ষ্যে তেল সংস্থাগুলিকে ২৩ মে পর্যন্ত দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ২৩ মে সন্ধেয় ভোট গণনা শেষ হওয়ার পরেই পেট্রোল ও ডিজেলের দাম ৫ থেকে ১০ টাকা করে বাড়ানো হবে। এমনই দাবি করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। তাঁর ট্যুইট, ‘যে মোদিজি প্রতিদিন সাহসের কথা বলে বেড়ান, তিনি কেন নীরব? মোদিজি দেশকে বলছেন না, মানুষের সঙ্গে প্রতারণা করে ভোট আদায়ের লক্ষ্যে তিনি তেল সংস্থাগুলিকে ২৩ মে পর্যন্ত দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ২৩ মে সন্ধেয় পেট্রোল-ডিজেলের দাম ৫-১০ টাকা বাড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এভাবে দেশকে প্রতারিত করা যাবে না।’
मोदी जी जनता को ये नहीं बता रहें है कि जनता की आँख में धूल झोंकने व वोट बटोरने के लिए, उन्होंने 23 मई तक तेल कंपनियों को पेट्रोल-डीज़ल की क़ीमते न बढ़ाने का निर्देश दिया है।
23 मई की शाम को ही पेट्रोल-डीज़ल की कीमतें ₹5-10 बढ़ाने की तैयारी है।
पर जनता इस छलावे में नहीं आएगी!4/
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 23, 2019
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান থেকে তেল আমদানি করা দেশগুলির উপর নিষেধাজ্ঞা জারি না করার সিদ্ধান্তের সময়সীমা বাড়ানো হচ্ছে না। এই বিষয়টি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছেন সূরজেওয়ালা। তাঁর দাবি, এটি মোদি সরকারের কূটনৈতিক ও আর্থিক ব্যর্থতা।
ईरान पर पाबंदियों ने भारत के सामरिक समुद्री सड़क मार्ग पर गहरा आघात किया है और मोदी जी मौन धारण किये हुए हैं।
मोदी सरकार की ये कूटनीतिक व आर्थिक विफलता है।
मोदी जी,
झोला उठाइये और चले जाइये। 6/
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 23, 2019
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















