Panchayat Election: আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার
Central Force: আগেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে বরাদ্দ করা ৩১৫ কোম্পানি এখনও আসেনি রাজ্যে।
![Panchayat Election: আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার Rajiv Sinha has written a letter to Home Minister asking for 485 more company forces panchayat election Panchayat Election: আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/ced3a8eaae90051cdcc2363a5c9dd15f1687683946877223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রুমা পাল, কলকাতা: বাকি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে ফের কেন্দ্রকে (Center) চিঠি কমিশনের। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার (Rajiv Sinha)। আগেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে বরাদ্দ করা ৩১৫ কোম্পানি এখনও আসেনি রাজ্যে। কোথায় মোতায়েন হবে, কমিশন জানাতে না পারায় ভিনরাজ্যেই বসে কেন্দ্রীয় বাহিনী, জানিয়েছে সূত্র।
অন্যদিকে, ভোটে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে আজ পথে নেমেছে সংগ্রামী যৌথমঞ্চ। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি DA-আন্দোলনকারীদের। ২০১৮-র পুনরাবৃত্তি যেন না হয়, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে ভোটের ডিউটি নয়। অবাধ ও সুষ্ঠু ভোটের দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের। মিছিল। DA- আন্দোলনের দেড়শোতম দিনে ফের পথে রাজ্য সরকারি কর্মীরা। হাওড়া, শিয়ালদা থেকে সংগ্রামী যৌথমঞ্চের মিছিল চলে।
কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ?
ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভাঙড় ১ নম্বর ব্লকে পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। মনোনয়নপর্বে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, মৃত্যু হয় ৩ জনের।
পুরাতন মালদার সাহাপুরে কেন্দ্রীয় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে নজিরবিহীন ছবি সাহাপুর বাজার এলাকায়। মালদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী।মনোবল বাড়াতে ভোটারদের সঙ্গে কথা বলেন বিএসএফ জওয়ানরা।
বীরভূমের নানুরেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নানুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের সামনেই পুলিশ গ্রামবাসীদের কথা বলে আশ্বস্ত করে।
হাওড়ার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন বিএসএফ জওয়ানরা। সঙ্গে ছিল উলুবেড়িয়া থানার পুলিশ। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কথাও বলেন। গতকালই উলুবেড়িয়ায় এসেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
পুরাতন মালদার সাহাপুরে কেন্দ্রীয় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত জানালেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে নজিরবিহীন ছবি সাহাপুর বাজার এলাকায়। মালদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী।মনোবল বাড়াতে ভোটারদের সঙ্গে কথা বলেন বিএসএফ জওয়ানরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)