Panchayat Poll 2023: 'রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী,' হাইকোর্টে জানাল কমিশন
Panchayat Election 2023:কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে স্বরাষ্ট্রমন্ত্রক।
কলকাতা: 'রাজ্যে আসছে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।' ভোটের ৫দিন আগে হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। কমিশনের দাবি মতো ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত ভোট। আগেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করে স্বরাষ্ট্রমন্ত্রক।
গত মঙ্গলবারই, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা পাঠাচ্ছে। কোথায় কোন বাহিনীর কত জওয়ান থাকবেন তাও রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য়ে, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনে ৬১ হাজার ৬৩৬টি বুথে ৮ জুলাই নির্বাচন হবে। ২২ জেলাতেই CRPF, BSF, CISF মিলিয়ে মিশিয়ে মোতায়েন করা হবে। সেই অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১১ জেলায় CRPF, ৬ জেলায় CISF ও ৯টি জেলায় BSF-কে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোট মানেই সন্ত্রাসের মুক্তাঞ্চল বীরভূমের নানুর থেকে লাভপুর।সূত্রের খবর, এবারও সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বীরভূম, বাঁকুড়ায়।এর মধ্যে, বাঁকুড়ায় ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১০ কোম্পানি CRPF,৪ কোম্পানি CISF, ১০ কোম্পানি স্টেট আর্মড ফার্স পাঠানো হচ্ছে। বীরভূম জেলায় ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৭ কোম্পানি CRPF, ১১ কোম্পানি ITBP, ১ কোম্পানি RPF, কোচবিহারে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য়ে ১০ কোম্পানি BSF ও ৪ কোম্পানি RPF মোতায়েন করা হবে। কেন্দ্রের তরফে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলে, কোথায় কত পাঠানো হচ্ছে, সেই অনুপাতও পাল্টে যাবে।
এদিকে পঞ্চায়েত ভোটের ৬ দিন আগে উত্তরপ্রদেশ থেকে রাজ্যে এল ১০ কোম্পানি সশস্ত্র পুলিশ। গতকাল গভীর রাতে কলকাতা স্টেশনে পৌঁছন ভিনরাজ্যের পুলিশ বাহিনী। তাঁদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। কুলতলি, সুন্দরবন কোস্টাল, বারুইপুর-সহ একাধিক থানার পুলিশ কর্মীরা এসে এই বাহিনীকে নিজের নিজের এলাকায় নিয়ে যান। আজ থেকে শুরু রুট মার্চ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, ১২টি রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। সেই মতোই এবার যোগী রাজ্য থেকে এল সশস্ত্র পুলিশ বাহিনী। কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস