Sandeshkhali Incident: পুলিশের উপর হামলার অভিযোগে ধরপাকড় সন্দেশখালিতে, অভিযুক্তকে ছিনিয়ে নিলেন মহিলারা
Post Poll Violence 2024:ভোটের পরদিনও সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
সমীরণ পাল, সন্দেশখালি: ভোটের (Election 2024) পরদিনও সন্দেশখালিতে (Sandeshkhali Fresh Tension) নতুন করে উত্তেজনা। সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনিয়ে নিলেন গ্রামের মহিলারা। পুলিশের বিরুদ্ধে গ্রামে ঢুকে অত্যাচারের পাল্টা অভিযোগে বিক্ষোভ।
বিশদ...
RAF এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকে পুলিশ, তল্লাশি চালাতে শুরু করে। এর পর যখন সাধন নন্দী নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করে তারা নিয়ে আসছিল, তখনই ক্ষোভের আগুন জ্বলে ওঠে আগারহাটি মণ্ডলপাড়ায়। প্রতিবাদ দেখাতে শুরু করেন মহিলারা। গত কাল, শনিবার, সপ্তম ও শেষ দফা ভোট চলাকালীন এই আগারহাটি মণ্ডলপাড়ায় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখমও হয়েছিলেন। তার পর আজ, বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করে রাখা হয়েছিল। এর পর এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় আটকানোর চেষ্টা করেন গ্রামের মহিলারা। গ্রামবাসীদের সঙ্গে RAF-র মহিলা আধিকারিকদের ধাক্কাধাক্কি হয়। এক মহিলা গাছের ডাল নিয়ে পথ আটকানোর চেষ্টা করছিলেন। সেই গাছের ডাল নিয়েও ওই মহিলার সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায় RAF-র মহিলা আধিকারিককে। তেতে ওঠে এলাকা। গ্রামবাসীদের মুখে একটাই দাবি, 'শাহজাহানের গুন্ডাবাহিনীকে গিয়ে ধরুন দেখি।'
গ্রামবাসীদের অভিযোগ...
'পুলিশ আমাদের কোনও অপরাধ ছাড়াই দিচ্ছে। কোনও অপরাধ ছাড়া আমাদের তাড়া করছে কেন?', প্রশ্ন বিক্ষুব্ধ মহিলাদের। যারা খুন করেছে তাদের ধরছে না পুলিশ, এমনই অভিযোগ গ্রামবাসীদের। বরং, 'নিরপরাধ'-দের আটক করা হয়, দাবি তাঁদের। পুলিশ গ্রামবাসীদের উপর লাঠিচার্জও করে বলে প্রাথমিক ভাবে অভিযোগ। এক মহিলার ক্ষোভ, 'আমার স্বামীকে গত কাল সন্ধেয় কোনও অপরাধ ছাড়াই আটক করেছিল।' পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল গ্রামের ভিতর আসতে দেখা যায়। আসার পথে লাঠি উঁচিয়ে গ্রামবাসীদের সরাতেও দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। সব মিলিয়ে তুমুল তোলপাড় সন্দেশখালিতে। পুলিশের গাড়ি আটকে, আটক ব্যক্তিতে কার্যত ছিনিয়ে নিয়ে যান গ্রামের মহিলারা। সংবাদমাধ্যমের ক্যামেরায় এক পুলিশ আধিকারিককে বলতে শোনা গিয়েছিল, ' গ্রেফতার করছি না। তদন্তের জন্য নিয়ে যাচ্ছি।' কিন্তু তেতে ওঠে সন্দেশখালির র আগারহাটি মণ্ডলপাড়া।
আরও পড়ুন:'বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ-ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে', কেন বললেন সুকান্ত?