এক্সপ্লোর
উত্তরপ্রদেশের মন্দিরে ঈশ্বররূপে মোদির পুজো
স্থানীয় পঞ্চায়েতের নাম ‘মোদিনগর পঞ্চায়েত’ করার দাবি জানিয়ে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফাইল ছবি
বালিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারেন, সেই কামনা করে উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি দুর্গামন্দিরে পুজো করছেন তাঁর ভক্তরা। ওই মন্দিরে দুর্গামূর্তির সামনে মোদির একটি ছবি রাখা হয়েছে। নবরাত্রির সময় সেই ছবির সামনে পুজো করা হচ্ছে। স্থানীয় লোকজন ৯ দিন ধরে উপবাসে আছেন। তাঁরা মোদির ছবির সামনে ফুল দিয়ে, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন। মোদির ভক্ত প্রতুল ওঝা বলেছেন, ‘আমরা নরেন্দ্র মোদির মধ্যে ঈশ্বরের রূপ দেখতে পাই। মন্দিরে তাঁর ছবি রেখে আমরা কোনও ভুল করিনি।’ রমাবতী দেবী নামে স্থানীয় অপর এক বাসিন্দা জানিয়েছেন, তাঁরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদির ক্ষমতায় ফেরার জন্য প্রার্থনা করছেন। স্থানীয় পঞ্চায়েতের নাম ‘মোদিনগর পঞ্চায়েত’ করার দাবি জানিয়ে জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















