Panchayat Election: 'কমিশনে গিয়ে বাড়তি লাভ হবে না', শুভেন্দুর ডাক ফেরালেন সুজন চক্রবর্তী
Sujan Chakraborty: 'পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কার্যত যে ঠিকভাবে নির্বাচন হোক, সেই মনোভাবে চলছে, তা আমাদের মনে হয় না। আমাদের প্রতিনিধিরা গতকাল সেটা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে।'
কলকাতা: প্রকাশিত হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) নির্ঘণ্ট। চলছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। আর সেখানেই উত্তপ্ত বাংলা। বিরোধীদের অভিযোগ তাঁদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। সেই আবহে রাজ্য নির্বাচন কমিশনে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এসে পৌঁছেছেন সুকান্ত মজুমদারও (Suknata Majumdar)। কমিশনের সামনে দাঁড়িয়েই সকল বাধাপ্রাপ্ত বিরোধী দলকে আহ্বান জানান শুভেন্দু। তাঁর কথায় মনোনয়ন জমা দিতে না পারলে কমিশনে এসে ভিড় করা ছাড়া উপায় নেই।
সমস্ত বিরোধী দলকে একত্রিত হওয়ার ডাক শুভেন্দুর
দিকে দিকে অশান্তি। জ্বলছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। কী বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)? 'পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কার্যত যে ঠিকভাবে নির্বাচন হোক, সেই মনোভাবে চলছে, তা আমাদের মনে হয় না। আমাদের প্রতিনিধিরা গতকাল সেটা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন শাসক দলের মনোভাব নিয়ে যদি চলে সেটা খুব দুর্ভাগ্যজনক। সকলের মনোনয়ন জমা দেওয়ার সুযোগ যদি না থাকে, নির্বাচন কমিশনার নিজে যদি সেই ব্যবস্থাটাকে নস্যাৎ করতে চান সেটা কখনও মেনে নেওয়া যায় না।'
বিরোধীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর ডাক প্রসঙ্গে সুজন চক্রবর্তীর বক্তব্য, 'কিন্তু তিনটের পর কালকে নির্বাচন কমিশনে গিয়ে কোনও বাড়তি লাভ হবে বলে আমি অন্তত মনে করি না। আমরা গতবার সময়ের মধ্যে গিয়েছিলাম। পরে গিয়ে কী লাভ? কেউ যেতে চাইলে তার আরও আগে যাওয়া উচিত। কিন্তু তিনটের পর গেলে ওটাতে লোক দেখানো হবে, আর কিছু হবে না।'
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?
মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংও। মনোনয়ন জমা দিতে বেরিয়ে দুষ্কৃতী হামলার আশঙ্কায় রাস্তা অবরোধ তৃণমূলের। আর তা নিয়ে চড়তে শুরু করে পারদ। তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, তাঁদের যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় প্রচুর দুষ্কৃতী জড়ো হয়েছে। যে কোনও মুহূর্তে তৃণমূল প্রার্থীদের ওপর হামলা চালাতে পারে তারা। এমনকি তাঁকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের ব্লক সভাপতি। এই পরিস্থিতিতে ব্লক সভাপতির নেতৃত্বে ক্যানিং হাসপাতাল মোড়ে অবরোধ শুরু করেন তৃণমূলের হাজারখানেক কর্মী সমর্থক। তাতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। বোমাবাজিও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial