Rachna Banerjee: ডাকাত কালী মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রচনার, আজ সিঙ্গুরে লকেটও
Hooghly News: শনিবার হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন রচনা।
সোমনাথ মিত্র, চুঁচুড়া: মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অনুরোধ করেছেন, সেখানে দ্বিতীয় ভাবনা-চিন্তা করেননি বলে জানিয়েছিলেন। হুগলিতে তৃণমূলের প্রার্থী হিসেবে এবার প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গত ১০ মে কলকাতার ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভায় রচনার নাম ঘোষণা হয় প্রার্থী হিসেবে। তার পর এই প্রথম হুগলিতে পা রাখলেন রচনা। ডাকাত কালীর কাছে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। (Rachna Banerjee)
শনিবার হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন রচনা। এদিন সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরে উপস্থিত হন তৃণমূলের তারকা প্রার্থী। অভিনেত্রীকে দেখতে তখন ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে রচনাকে স্বাগত জানান সকলে। সেই আবহেই মন্দিরে প্রবেশ করেন রচনা। নিষ্ঠাভরে অংশ নেন পুজো এবং আরতি। পুজো নিবেদন করেন দেবীমূর্তির পায়ে। (Hooghly News)
সিঙ্গুরের ডাকাত কালী মায়ের খ্যাতি সর্বত্র। মনোস্কামনা পূরণে বহু দূর থেকে মানুষজন মন্দিরে ছুটে আসেন। এদিন সেখানে নারকেল, মিষ্টি এবং তাঁতের শাড়ি-সহযোগে পুজো নিবেদন করেন। ১০৮ জমার মালাও উৎসর্গ করেন রচনা। দেবীর আরতিতেও এদিন অংশ নেন রচনা। মায়ের চরণে প্রণাম নিবেদন করে, আশীর্বাদ নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন তিনি। (Lok Sabha Elections 2024)
আরও পড়ুন: Lok Sabha Election 2024: দুজনেই এসেছেন পদ্মে? অর্জুন সিংহর সঙ্গে দেখা করলেন কৌস্তভ বাগচী
ডাকাত কালী মন্দিরে পুজো নিবেদনের পর এদিন সিঙ্গুরের লোহাপট্টি সেবা সমিতিতে হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক, ব্লক এবং শহরাঞ্চলের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রচনা। সিঙ্গুর বিধানসভার তৃণমূল কর্মীদের সঙ্গে কর্মিসভাও করেন রচনা। এর পর ধনিয়াখালিতে জনসভা করার কথা রচনার। সন্ধেয় চুঁচুড়া বিধানসভা এলাকায় পুজো দিয়ে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর।
ঘটনাচক্রে শনিবারই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। বাংলায় ক'দফায় ভোটগ্রহণ হবে, কবে ফল প্রকাশ, তা-ও আজই ঘোষণা হওয়ার কথা। আর এই দিনেই হুগলিতে হাইভোল্টেজ প্রচার তৃণমূল এবং বিজেপি-র। একদিকে রচনা যেমন নেমেছেন রাস্তায়, তেমনই আজ সিঙ্গুর বিধানসভা এলাকায় প্রচারের কথা বিজেপি-র প্রার্থী এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও।
বিনোদন জগতে পরস্পরের দীর্ঘদিনের সতীর্থ রচনা এবং লকেট। এমনিতে দু'জনের মধ্যে সুসম্পর্কই রয়েছে। কিন্তু রাজনীতিতে আসার পর পুরনো সমীকরণ বজায় থাকে কি না, তা-ই দেখার। রচনা যদিও সুসম্পর্ক বজায় রাখা নিয়ে আশাবাদী। তবে এখনও পর্যন্ত লকেটের পাল্লাই ভারী। রাজনীতিতে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। রচনাকে তিনি কড়া টক্কর দেবেন বলেই মনে করা হচ্ছে। তবে রচনা জনপ্রিয়তায় কম যান না। তাই দুই তারকা প্রার্থীর লড়াই জমে উঠতে চলেছে হুগলিতে।