Abhishek Banerjee: বাংলায় শেষদফার প্রচারে মোদির মুখে তুষ্টিকরণ, সংরক্ষণ, শায়েরীতে জবাব দিলেন অভিষেক
Lok Sabha Elections 2024: বুধবার কলকাতার গার্ডেনরিচে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক।
![Abhishek Banerjee: বাংলায় শেষদফার প্রচারে মোদির মুখে তুষ্টিকরণ, সংরক্ষণ, শায়েরীতে জবাব দিলেন অভিষেক TMC MP Abhishek Banerjee Attacks BJP saying June 4 will be the end of saffron party in power Abhishek Banerjee: বাংলায় শেষদফার প্রচারে মোদির মুখে তুষ্টিকরণ, সংরক্ষণ, শায়েরীতে জবাব দিলেন অভিষেক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/29/4dbf5c927bbf4fd65d700f88ec59f0b41716984396029338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শেষ দফার আগেও বাংলার উপর বেশি জোর দিচ্ছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। শনিবার সপ্তম দফায় ভোটগ্রহণ, তার আগেও এ রাজ্যে প্রচার চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, তুষ্টিকরণের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। এবার কবিতায় তার জবাব দিতে শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক ভাইকে অন্য ভাইয়ের বিরুদ্ধে ভিড়িয়ে দেয় যারা, হিন্দু-মুসলিমে লড়াই বাধিয়ে দেয় যারা, আগামী ৪ জুন তাদের 'জানাজা' বেরোবে বলে মন্তব্য করলেন তিনি। (Abhishek Banerjee)
বুধবার কলকাতার গার্ডেনরিচে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "গত ১০ বছর ধরে যারা দরিদ্র মানুষকে কষ্ট দিয়ে চলেছে, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, এই ভোট তাদের উপযুক্ত জবাব দেওয়ার ভোট। আঘাতের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। ১০ বছর ধরে যে আঘাতের পর আঘাত নেমে এসেছে, ১ তারিখ বোতাম টিপে ভোট দিয়ে জবাব তার দেবেন আপনারা।" (Lok Sabha Elections 2024)
অভিষেক আরও বলেন, "যারা বিভাজন তৈরি করে, যারা অধিকার ছিনিয়ে নিতে চায়, সেই বিজেপি-র উদ্দেশে বলি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই দেশ সকলের। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, সকলের দেশ। এই মাটির উপর যতটা অধিকার আমার, ততটাই অধিকার আপনাদের।" এ প্রসঙ্গেই প্রয়াত ঊর্দু কবি রাহত ইন্দোরির লেখা কবিতা আওড়ান অভিষেক, বলেন, 'কিরায়েদার হ্যায়, জাতি মকান থোড়ি হ্যায়...সবকা খুন হ্যায় শামিল ইয়াহাঁ কি মিট্টি মেঁ, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়'।
আরও পড়ুন: Mamata Banerjee: গোপনে ভোট চালাচালির সিদ্ধান্ত? BJP-CPM 'যোগসাজশ' নিয়ে সরব হলেন মমতা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)