Tripura Assembly Poll Live : অশান্তির মাঝেই ৮১ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায়
Tripura Assembly Poll 2023 Live Updates: ত্রিপুরায় ৬০টি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭।
LIVE
Background
আজ ত্রিপুরা বিধানসভার হাইভোল্টেজ নির্বাচন (Tripura Assembly Elections)। ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর মিলিয়ে বুথের রয়েছে প্রায় ১১০০টি। ভোট নিরাপত্তায় নামানো হয়েছে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। বুথের বাইরে এবং এলাকার নিরাপত্তা দেখবে রাজ্য পুলিশ (Tripura State Police)।
আয়তন মাত্র ১০ হাজার ৪৯১ বর্গ কিলোমিটার। কিন্তু নির্বাচনী উত্তাপে যে কোনও বড় রাজ্যের সঙ্গে পাল্লা দিতেই পারে উত্তর-পূর্বের রাজ্য - ত্রিপুরা (Tripura Elections)। আজ ভোটের লাইনে দাঁড়াবেন ত্রিপুরাবাসী। ২৫৯ জন প্রার্থীর ভোটভাগ্য নির্ধারণ করবেন, ২৮ লক্ষ ১৪ হাজার ভোটার। এবার ৬০ আসনের ত্রিপুরা বিধানসভার ভোটে কাজ করছে গুরুত্বপূর্ণ অনেকগুলি ফ্যাক্টর। ২০১৮-র নির্বাচনে ত্রিপুরায় চমকপ্রদ ফল করে ২ দশকের বাম শাসনকে হটিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি (BJP)। কিন্তু, প্রবল অন্তর্বিরোধের জেরে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ বদলে, লড়াইয়ে নেমেছে তারা।
এদিকে, উত্তর-পূর্বের এই রাজ্যে, দীর্ঘ ৫ দশকের প্রতিপক্ষ, বাম (Left) ও কংগ্রেস (Congress), এবারই প্রথম জোট করে ভোটে লড়ছে। গত পুরসভা ভোটে, প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে, ত্রিপুরায় উল্লেখযোগ্য ফল করে তৃণমূল (TMC)। বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে তারা এবার লড়ছে ২৮টি আসনে।
কংগ্রেস ছাড়ার পরে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদোৎ কিশোর দেব বর্মন এবার কিং মেকার হওয়ার দৌড়ে! কারণ, আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে তাঁর দল টিপ্রামথা। ফলে ত্রিপুরাবাসী এবার কী রায় দেবেন, সেদিকে নজর রয়েছে গোটা দেশের।
তবে কি এবার পেশায় দন্ত চিকিৎসক মানিক সাহার মুখে চওড়া হাসি ফের দেখা যাবে? না কি প্রথমবার জোট করে বাজিমাত করবে বাম-কংগ্রেস? ত্রিপুরার কিং প্রদ্যোৎ কিশোর কি হয়ে উঠবেন কিং মেকার? তৃণমূল কি ডিসাইডিং ফ্যাক্টর হতে পারবে? না কি তৃণমূলকে খাল হাতে ফিরতে হবে? উত্তর মিলবে ২ মার্চ।
Tripura Assembly Poll Live : বড়সড় কোনও হিংসা ঘটনা ঘটেনি, জানিয়েছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন জানিয়েছে, বড়সড় কোনও হিংসা ঘটনা ঘটেনি। কোনও প্রার্থীর উপর বা কোনও প্রার্থীর পোলিং এজেন্টের উপর হামলার কোনও ঘটনা ঘটেনি। ভোটারদের ভয় দেখানোরও কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
Tripura Election 2023 Live : সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ
সিপাহিজলার বিশালগড়ে ২ সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে শাসকদল বিজেপির বিরুদ্ধে।
Tripura Assembly Poll Live : ত্রিপুরায় বিধানসভা ভোটে দিনভর উত্তেজনা
ত্রিপুরায় বিধানসভা ভোটে এড়ানো গেল না অশান্তি, ঝরল রক্ত। ৬০টি আসনের বিধানসভার ভোটে দিনভর উত্তেজনা-ধুন্ধুমার কাণ্ড।
Tripura Election 2023 Live : বিকেল চারটে অবধি ৮১ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায়
বিকেল চারটে অবধি ৮১ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায়। টুইটে সংবাদ সংস্থা এএনআই শেয়ার করেছে এই তথ্য।
The polling percentage in Tripura Assembly elections stands at approx 81% till 4 PM: State Election Commission#TripuraElections2023
— ANI (@ANI) February 16, 2023
Tripura Assembly Poll Live : এজেন্টের গাড়ি ভাঙচুর
ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। নির্দল প্রার্থীর এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। খয়েরপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত শাসক দল বিজেপি। রাধাকিশোরপুরেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএমের।