WB Election 2021 : সপ্তম দফায় ৭৩ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা : এডিআর
২৬ এপ্রিল রাজ্যে সপ্তম দফার নির্বাচন। ৩৬টি বিধানসভা কেন্দ্রে সেদিন ২৮৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএমবন্দী হবে। রিপোর্ট বলছে, এই প্রার্থীদের মধ্যে ৭৩ জনের নামেই রয়েছে ফৌজদারি মামলা।
![WB Election 2021 : সপ্তম দফায় ৭৩ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা : এডিআর WB Election 2021 26 percentage of total candidates having criminal records contesting for 7th phase of elections WB Election 2021 : সপ্তম দফায় ৭৩ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা : এডিআর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/22/160bb0a8523edc36ad381d13cabab41e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : সপ্তম দফার ২৮৪ জন প্রার্থীর মধ্যে ২৬ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এমনই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস(এডিআর)। দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর প্রার্থীদের হলফনামাগুলি খতিয়ে দেখে এই তথ্য সামনে এনেছে।
২৬ এপ্রিল রাজ্যে সপ্তম দফার নির্বাচন। ৩৬টি বিধানসভা কেন্দ্রে সেদিন ২৮৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএমবন্দী হবে। রিপোর্ট বলছে, এই প্রার্থীদের মধ্যে ৭৩ জনের নামেই রয়েছে ফৌজদারি মামলা। ৬০ জনের (২১ শতাংশ) বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা।
রাজ্যে বড় দলগুলির প্রার্থীদের নামে রয়েছে ফৌজদারি মামলা। সিপিআইএম-এর ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জনের(৬৯ শতাংশ) বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। নাম রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরও। দলের ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের (৫৩ শতাংশ)বিরুদ্ধে রয়েছে মামলা। একই পরিসংখ্যান বিজেপিরও। গেরুয়া ব্রিগেডের ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের (৫৩ শতাংশ) নামে চলছে মামলা। কংগ্রেসের ১৯ জন প্রার্থীর মধ্যে ৯ জন(৪৭ শতাংশ) রয়েছেন এই তালিকায়।
গুরুতর ফৌজদারি মামলার তালিকাতেও নাম রয়েছে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের। সেখানে সিপিআইএম-এর ১৩ জনের মধ্যে ৭ জনের (৫৪ শতাংশ) নাম রয়েছে। বিজেপির ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের (৪৪ শতাংশ), তৃণমূলের ৩৬ জনের মধ্যে ১৪ জনের (৩৯ শতাংশ) এবং কংগ্রেসের ১৯ জনের মধ্যে ৭ জনের (৩৭ শতাংশ) বিরুদ্ধে রয়েছে সিরিয়াস ক্রিমিনাল কেস।
অনেকের নামেই মহিলাদের ওপর অত্যাচার ও খুনের মামলা রয়েছে। এডিআর-এর রিপোর্ট বলছে, সপ্তম দফার ১৮ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। তিনজনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা। এখানেই শেষ নয়। ১৪ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, এই ৩৬টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে ১৩টি কেন্দ্রই 'রেড অ্যালার্ট'। প্রসঙ্গত, যে বিধানসভা কেন্দ্রগুলিতে তিন জন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে সেগুলিকে 'রেড অ্যালার্ট' বিধানসভা কেন্দ্র বলা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)