(Source: ECI/ABP News/ABP Majha)
নন্দীগ্রামে মমতা দিদিকে হারালেই গোটা রাজ্যে পরিবর্তন, বললেন অমিত
আজকের রোড শোর ভিড় দেখে আমি নিশ্চিত আপনারা শুভেন্দু অধিকারী জি'কে জেতাচ্ছেনই, বলেন অমিত শাহ।
নন্দীগ্রাম : 'রাজ্যে আপনাদের বহু কাঙ্খিত পরিবর্তনের রাস্তা খুব সোজা। নন্দীগ্রামে মমতা দিদিকে হারিয়ে দিন, দেখবেন গোটা রাজ্যে নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে।' নন্দীগ্রামে বসে ঠিক এই মন্তব্যই করলেন অমিত শাহ। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে মঙ্গলবার নন্দীগ্রামে রোড শো করেন।
রোড শো শেষে গেরুয়া শিবিরের রেয়াপাড়ার পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ। সেখান থেকে শুভেন্দু অধিকারীকে জেতানোর পক্ষে সওয়াল করে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, 'আজকের রোড শোর ভিড় দেখে আমি নিশ্চিত আপনারা শুভেন্দু অধিকারী জি'কে জেতাচ্ছেনই। কিন্তু আপনাদের কাছে একটাই কথা বলব, শুভেন্দুকে এতবড় ব্যবধানে জেতান যাতে যে প্রতিশ্রুতি দেওয়ার পর আর কারোর পিছিয়ে যাওয়ার পথ না থাকে।'
পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের খোঁচাও দেন তিনি। নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন, নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যু প্রসঙ্গ টেনে নারী নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন অমিত শাহ। আক্রমণের সুর বাড়িয়ে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বলেন, 'দিদি নন্দীগ্রামে যেখানে থাকছেন তাঁর পাঁচ কিলোমিটারের মধ্যে এক বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি হয়েছে। বিজেপি কর্মীর বৃদ্ধা মাকে পিটিয়ে মারা হয়েছে। রাজ্যের নারী নিরাপত্তার হাল কীরকম তা তো পরিষ্কারই।'
(আরও পড়ুন নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে ‘শারীরিক নির্যাতন’, খুনের চেষ্টার অভিযোগ)
আর সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিও সোনা যায় অমিত শাহের গলায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে সোনার বাংলা চেয়েছিলেন, সেই রকমের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজটা নরেন্দ্র মোদির নেতৃত্বেই করা সম্ভব বলেই দাবি তাঁর। যে প্রসঙ্গে অমিত শাহের সংযোজন, 'পুরো বঙ্গ অনুপ্রবেশ চায় না, চায় সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব হোক। চায় পড়াশোনার সুযোগ, পরিকাঠামোর উন্নয়ন হোক। বঙ্গ সংস্কৃতি গোটা দেশে ফের সমাদৃত হোক।' ইস্তেহার প্রকাশের দিনের মতোই ফের একবার যা করে দেখানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
'