WB Election 2021: 'থানায় ঢুকে জুতো ছুঁড়ে মেরেছে', অভিযোগ পায়েলের, পাল্টা রত্না
প্রচারে গিয়ে বাধার মুখে বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা খোঁচা বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।
কলকাতা: প্রচারে গিয়ে বাধার মুখে বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পাল্টা খোঁচা বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।
রবিবার কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন বেহালা-পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের প্রচারে হামলা চালায়।প্রতিবাদে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই সময় বেহালা-পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে থানার সামনে হাজির হন। দুপক্ষের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারের অভিযোগ, পুলিশকে ফোর্স পাঠাতে বললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা ঠাকুরপুকুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছি। থানার মধ্যে ঢুকে একজন মহিলা আমায় গালাগালি করেছেন ও জুতো ছুঁড়ে মেরেছেন।' পায়েল আরও জানান, 'আমরা ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম। ২৭৬ নম্বর বুথের চেকপোস্টে আমরা লেনের মধ্যে ঢুকি। রাস্তার জন্য গাড়ি আস্তে চালাতে হচ্ছিল। ঠিক সেই সময়ে আমাদের ছেলেমেয়েদের ওপর আক্রমণ করা হয়। ১৫-২০ জন এসে মারধর করতে থাকে। মহিলাদেরও ছাড়া হয়নি।'
অন্যদিকে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানান, ‘ভোটের মুখে নাটক করছে বিজেপি। অযথা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এতদিন যে প্রচার চলছে, কোনও দলই কোনও প্রার্থীর প্রচারে গন্ডগোল করেনি।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপি প্রার্থীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ-র ওপর হামলার ঘটনাকে ঘিরে ছড়িয়েছিল চাঞ্চল্য। বেহালার পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। তাঁর পিএ রানাপ্রতাপ রোম থাকেন বাঘাযতীন রবীন্দ্রপল্লি এলাকায়। কিছুদিন আগেই গভীর রাতে বাড়ির অদূরে পিছন থেকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিত্সা হয়। এই ঘটনায় হামলার ঘটনায় নাম না করে কার্যত তৃণমূলের দিকেই আঙুল তুলেছিলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী।
পুলিশ দুপক্ষকে সরিয়ে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।