Mamata on Kisan Nidhi Scheme: ‘পোর্টালে রয়েছে কৃষকদের নাম,টাকা দিন’, ভোটের পরেই কেন্দ্রের কোর্টে বল পাঠালেন মমতা
সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা কেন্দ্রের কিষাণ নিধি প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেছিলেন।
কলকাতা: সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা কেন্দ্রের কিষাণ নিধি প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেছিলেন। ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর এই প্রকল্প নিয়ে এবার কেন্দ্রের কোর্টে বল ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তিনি বলেছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নাম পোর্টালে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষকদের ১৮০০০ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ভোটের আগে এ কথা বলেছিলেন, এবার কৃষকদের টাকা দিন।’
উল্লেখ্য, রাজ্যে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, বাংলায় বিজেপি সরকারে এলে সবচেয়ে আগে কৃষকদের সুবিধা দেওয়া হবে। হুগলির হরিপালের সভায় তিনি দাবি করেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গড়বে। আর নতুন বিজেপি সরকারের জন্য রাজ্য সরকারি কর্মীদের এখন থেকেই কাজ শুরু করে দিতে বলেছিলেন তিনি। মোদি বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের সুবিধা দানের সিদ্ধান্ত নেওয়া হবে।
মোদি বলেছিলেন, কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা এ রাজ্যের কৃষকরা পাননি। বিজেপি ক্ষমতায় এলেই দুর্গাপুজোর আগেই প্রকল্পে যে টাকা কৃষকরা পাননি, সেই ১৮ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এ কথা বলতে গিয়েই মোদি এ ব্যাপারে কৃষকদের নামের তালিকা তৈরির কাজ শুরু করতে বলেছিলেন সরকারি কর্মীদের।
প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, পিএম-কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কৃষকদের বকেয়া অর্থ বরাদ্দ কতে সংশ্লিষ্ট মন্ত্রকে নির্দেশ দিন। তিনি জানিয়েছেন,এ ব্যাপারে ২১,৭৯ লক্ষ কৃষকের নাম পোর্টালে তোলা হয়েছে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি কিষাণ নিধি প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মাণ ভারত প্রকল্প নিয়েও রাজ্যবাসীকে বঞ্চনা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছিল।
বিস্তারিত আসছে....