WB election 2021 কোভিড পরিস্থিতি উপেক্ষা করেও বঙ্গে প্রচার, মোদিকে কটাক্ষ বামেদের
প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই পরিস্থিতিতে প্রচার চালিয়ে যাওয়ায় তাঁকে কড়া ভাষায় বিঁধলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
কলকাতা : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। রাজ্যের চিত্রটাও বেশ উদ্বেগজনক। তারই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটপর্ব ঘিরে মিছিল-সমাবেশ-সভা জারি রেখেছে রাজনৈতিক দলগুলি। বিজেপির স্টার ক্যাম্পেনারের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এনিয়ে এবার প্রশ্ন তুলল সিপিএম। প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই পরিস্থিতিতে প্রচার চালিয়ে যাওয়ায় তাঁকে কড়া ভাষায় বিঁধলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
টুইটারে তিনি লেখেন, "মোদির কাছে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার থেকে দলের হয়ে প্রচার করা বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণ ওঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে ভোট প্রচার। তার পরেও কিছু সময় বেঁচে থাকলে তিনি টিভিতে মুখ দেখানো ও শিরোনাম তৈরির জন্য উপরি কিছু করেন। খুবই দুঃখের বিষয়।"
টুইটারে তিনি আরও লেখেন, "ভারত এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেই পরিস্থিতিটাকে এক সেনাকর্তা যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু, মোদি ভোট প্রচারে ব্যস্ত। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁকে পাচ্ছেন না। বড় বড় মিটিং শেষ করার পর মিটিংয়ের নামে গিমিক করছেন।"
এর পাশাপাশি ইয়েচুরি জানিয়ে দেন যে তাঁর দল ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভোটবঙ্গে কোনও বড় জমায়েত করবে না। টুইটারে লেখেন, "কংগ্রেসও একই ঘোষণা করেছে। কিন্তু, এই বিজেপি নেতা, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও, তিনি কোভিড নিয়ে হাস্যকর ও অবৈজ্ঞানিক কাজ করে চলেছেন। ভারতীয়দের জীবনের থেকে কি মোদি ও তাঁর সভা বেশি গুরুত্বপূর্ণ ? "
এমনকী ভারত গতবছর করোনাকে পরাস্ত করেছে বলে মোদি যে দাবি করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন ইয়েচুরি। লেখেন, "তাই নাকি ? তাহলে আমরা এরকম কষ্টকর পরিস্থিতিতে কেন ? মৃত্যু আটকাতে আপনার এখনও কোনও পরিকল্পনা বা কৌশল নেই । আপনি জমায়েত এবং সভা বন্ধ করুন। আপনার ব্যক্তিগত ট্রাস্ট ফান্ড মানুষের স্বাস্থ্যের জন্য ব্যবহার করুন।"
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লাখ ৬১ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়ে ১ হাজার ৫০১ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখের বেশি।