WB Election 2021: 'জয় বাংলা ভৈরব', ভোটের আগে নতুন রাগ সৃষ্টি কবীর সুমনের
এদিন নিজেই সে খবর জানিয়েছেন তিনি। আর নতুন এই রাগেই বানাবেন গান। এই রাগের নাম জয় বাংলা ভৈরব।
![WB Election 2021: 'জয় বাংলা ভৈরব', ভোটের আগে নতুন রাগ সৃষ্টি কবীর সুমনের WB Election 2021: jai bangla bhairab, kabir suman created new raag before election WB Election 2021: 'জয় বাংলা ভৈরব', ভোটের আগে নতুন রাগ সৃষ্টি কবীর সুমনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/28/73701a8e83b773bfe223c3a8c5106a4f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নতুন রাগ তৈরি করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। এদিন নিজেই সে খবর জানিয়েছেন তিনি। আর নতুন এই রাগেই বানাবেন গান। এই রাগের নাম জয় বাংলা ভৈরব। নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, “জয় বাংলা। আজ, ২৮, ০২, ২১, সকালে একটি নতুন রাগ তৈরি করলাম। নাম রাখলাম 'জয় বাংলা ভৈরব'। এই রাগে আমি বাংলা খেয়াল বন্দিশ ও আধুনিক বাংলা গান বানাবো।“ এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই রাগের উপর বাংলা খেয়াল যেমন গাইব তেমনই এই মুহূর্তের উপযুক্ত বাংলা গানও বানাব, গাইব। জয় বাংলা। বাংলা জিতবেই আর বিরোধীরা হারবেই।“
নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এই আবহে রাগ সৃষ্টি করলেন কবীর সুমন। ভোটের আগে গান বাঁধা নতুন বিষয় নয়। সাম্প্রতিক সময়ে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করে গান তৈরি করেছে সিপিএম। তৃণমূলকে কটাক্ষ করে গান তৈরি করেছে বিজেপিও। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়েছে। কিন্তু ভোটের আবহে রাগ তৈরি করে অনন্য নজির তৈরি করলেন সঙ্গীতশিল্পী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)