WB Election 2021 : করোনা দুশ্চিন্তা, আর কলকাতায় প্রচার নয় মমতার, জানালেন ডেরেক
শহরের বাইরে সমস্ত জনসভা ও কর্মসূচি আধ ঘণ্টার মধ্যেই শেষ করবেন বলে তৃণমূল সূত্রের খবর ।
কলকাতা : করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'সিম্বলিক মিটিং' করবেন । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বিভিন্ন জেলায় তাঁর যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। শহরের বাইরে সমস্ত জনসভা ও কর্মসূচি আধ ঘণ্টার মধ্যেই শেষ করবেন বলে তৃণমূল সূত্রের খবর । আজ রাত ১১.৫৭ মিনিটে এই বার্তা দিয়েছেন ডেরেক ও'ব্রায়েন। তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, '' Mamata Banerjee will NOT campaign in Kolkata anymore. Only one ‘symbolic’ meeting on the last day of campaigning in the city on April 26. Slashes time for all her election rallies in all districts. Restricted to just 30 minutes. ''
যদিও আগেই এই পথে হেঁটেছে বামেরা । সিপিএমের পক্ষ থেকে বাকি দফাগুলির ভোটপ্রচারে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রচার ও সোশ্যাল মাধ্যমকেই তারা ভোটপ্রার্থনার মাধ্যম করতে চাইছেন। বুধবার সন্ধেয় আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে বামেদের আর বড় কোনও জন-সমাবেশ পরের দফার ভোটগুলোর আগে না করার সিদ্ধান্ত জানান মহম্মদ সেলিম। পরে সিপিএমের পক্ষ থেকে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমেও জানিয়ে দেওয়া হয় যে সিদ্ধান্তে কথা।
এরপর নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল জানিয়ে দেয়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে । শীতলকুচির ঘটনা মাথায় রেখে আগেই পঞ্চম দফা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দেয় তারা। বাকি ৩ দফার ক্ষেত্রেও ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচার। এছাড়াও প্রচারের সময় নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধে ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না।
( বিস্তারিত আসছে )