WB election 2021: গঙ্গাজল এবং গোবর জল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’, ডোমজুড়ে প্রচার তৃণমূলের
মিছিলে পুরোহিত থেকে ঝাড়ুদার এবং কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে একটি মিছিল করেন বলে অভিযোগ। এরই পাল্টা মিছিল আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়।
সুনীত হালদার, হাওড়া- তৃণমূল কংগ্রেসের অভিনব নির্বাচনী প্রচার। রবিবার বিকেলে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ঘোষ দলের কর্মীদের নিয়ে চামরাইলে শোধন যাত্রা করেন। ওই মিছিলে পুরোহিত থেকে ঝাড়ুদার এবং কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে একটি মিছিল করেন বলে অভিযোগ। এরই পাল্টা মিছিল আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়। চামরাইলের বেলতলা থেকে খলিয়া মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। এর পাশাপাশি গঙ্গাজল এবং গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ বলেন রাস্তাকে পবিত্র করা এবং বাংলার সংস্কৃতিকে শুদ্ধ করার উদ্দেশ্যেই এই যাত্রা। যদিও এই প্রচারকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন ওটা তৃণমূলের সংস্কৃতি। এতে নির্বাচনে কোনো কাজ হবে না।
অন্যদিকে, সলপের পর এবার বাঁকড়া। ডোমজুড়ের বাঁকড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলাকালীন কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। তোলা হয় গো-ব্যাক স্লোগান। এনিয়ে উত্তেজনা ছড়ালে লাঠিচার্জ করে পুলিশ ও সিআরপিএফ। লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া-আমতা রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। প্রচারে বেরিয়ে ফের নিজের বিধানসভা এলাকাতেই কালো পতাকা দেখলেন হাওড়ার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে রবিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি।
পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা। সব মিলিয়ে বিজেপির প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডোমজুড়ের বাঁকড়া। এদিন বাঁকড়ায় পদযাত্রা করছিলেন বিজেপি প্রার্থী। জোড়া মন্দিরতলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল পৌঁছলে, পথ আটকান তৃণমূল কর্মীরা। তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় গো-ব্যাক স্লোগান।