WB Election 2021: বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, কোনও পরিবর্তন নয়, কড়া বার্তা সায়ন্তনের
বৃহস্পতিবার ১৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিক্ষোভের ঝড় বইছে পদ্মবনে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও দিকে দিকে অসন্তোষ। দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গঙ্গারামপুর ও হরিরামপুর, এই দুই বিধানসভা আসনে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে দলে।
মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর: ক্ষোভের মুখে প্রার্থী পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বিজেপির প্রার্থী অসন্তোষের মধ্যেই, দক্ষিণ দিনাজপুরে কড়া বার্তা দিল দলের রাজ্য নেতৃত্ব। বিজেপিতে বাতি দেওয়ার কেউ থাকবে না, পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল শিবির।
বৃহস্পতিবার ১৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিক্ষোভের ঝড় বইছে পদ্মবনে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও দিকে দিকে অসন্তোষ। দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গঙ্গারামপুর ও হরিরামপুর, এই দুই বিধানসভা আসনে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে দলে। প্রার্থী নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিক্ষোভ সামলাতে এবার জেলা সফরে সায়ন্তন বসু।
শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির। গত লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নীলাঞ্জন রায়কে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে দল।
দুই কেন্দ্রে আদি বিজেপি কর্মীরা ক্ষোভে ফুঁসছেন। এই পরিস্থিতিতে জেলায় গিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, প্রার্থী পদ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আলিপুরদুয়ারে অশোক লাহিড়ির নাম প্রার্থী তালিকায় ছিল না। সে কারণেই সেখানে পরিবর্তন করতে হয়েছে। কিন্তু অন্য কোনও জায়গাতে প্রার্থী পরিবর্তন হবে না
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি গেরুয়া শিবির। সায়ন্তন বসু বলেন, বালুরঘাট কেন্দ্রের জন্য কম করে ১০০ জনের আবেদন জমা পড়েছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন নাম ঘোষণার পর এরকম হয়। আবার ঠিকও হয়ে যায়। কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ নিয়ে কথা চলছে। আগামী দু-একদিনের মধ্যে সব সমস্যা মিটে যাবে। এই বিক্ষুব্ধরাই আবার প্রার্থীর হয়ে প্রচার করবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে আত্রেয়ী নদীর তীরবর্তী জেলাটিতে ঘাসফুলের সঙ্গে পাল্লা দিয়ে ফুটেছিল পদ্মফুল। গত লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুয়ায়ী, দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসনের ৩টিতে এগিয়ে বিজেপি, ৩টিতে এগিয়ে তৃণমূল। ২৬ এপ্রিল সপ্তম দফায় একদিনে দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। তার আগে প্রার্থী বিক্ষোভ সামলে বিজেপি কত তাড়াতাড়ি নিজের ঘর গোছাতে পারে এখন সেটাই দেখার।