WB Election 2021: প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির
ফের প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন। প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রার্থী নাম ঘোষণা এখনও বাকি। তার আগেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দেওয়াল লিখন ঘিরে বিড়ম্বনায় পড়ল গেরুয়া শিবির।
মুন্না অগ্রবাল, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রার্থীর নাম ঘোষণার আগেই বিজেপির রাজ্য কমিটির সদস্যের নামে দেওয়াল লিখন। বিতর্ক এড়াতে দেওয়াল মুছলেন পদ্ম শিবিরের কর্মীরা। নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ জেলা নেতৃত্বের। মানতে নারাজ রাজ্যের শাসক দল। আর এই নিয়ে ভোটের আগে শুরু হয়েছে তরজা।
ফের প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন। প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রার্থী নাম ঘোষণা এখনও বাকি। তার আগেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দেওয়াল লিখন ঘিরে বিড়ম্বনায় পড়ল গেরুয়া শিবির।
শুক্রবার বালুরঘাটের শিবতলি ও ব্রিজকালী এলাকায় দলের রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়ের নামে দেওয়াল লিখন দেখা যায়। ২০১৯-এর লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ওই দেওয়াল লিখন মুছে দেন বিজেপি কর্মীরা। এই ঘটনার নেপথ্যে রাজ্যের শাসক দলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন নীলাঞ্জন রায়। তিনি জানিয়েছেন, প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূল কংগ্রেসই এই কাজ করেছে। কার্যত একই সুর শোনা গিয়েছে বিজেপি জেলা নেতৃত্বের গলাতেও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি বিনয়কুমার বর্মন জানান, ‘‘এখনও প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। সেক্ষেত্রে কীভাবে নাম লেখা হল, কে লিখল, কিছুই জানি না। তদন্ত করে দেখবে দল। নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র আছে ৷’’ বালুরঘাটের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুভাষ চাকি বলেন, ‘‘এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল যুক্ত নয়। বালুরঘাটে প্রার্থীর জন্য ১০০টি নাম গিয়েছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷’’
উল্লেখ্য, ২৬ এপ্রিল সপ্তম দফায় বালুরঘাটে ভোটগ্রহণ। শেখর দাশগুপ্তকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী আরএসপি-র সুচেতা বিশ্বাস। কাকে প্রার্থী করবে বিজেপি?