(Source: ECI/ABP News/ABP Majha)
WB By Election: বরানগর উপ নির্বাচনে তারকা প্রার্থী তৃণমূলের! ভগবানগোলায় প্রার্থী কে?
TMC Candidate: লোকসভা নির্বাচনের সঙ্গেই ভগবানগোলা ও বরানগর বিধানসভা আসনে উপনির্বাচন হবে।
কলকাতা: বাংলায় লোকসভা নির্বাচনের সঙ্গেই দুটি আসনে বিধানসভা উপনির্বাচন হবে। সেই দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল।ভগবানগোলা আসনে তৃণমূলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। বরানগর আসনে তৃণমূলের তারকা-প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে মনের ক্ষোভ প্রকাশ্যেই বলে ফেলেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও দলের সঙ্গেই থাকবেন বলেই জানিয়েছিলেন সায়ন্তিকা। এর আগে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন সায়ন্তিকা। যদিও তারপরেও সেই জেলায় তাঁকে সংগঠনের কাজে থাকতে দেখা গিয়েছে বারবার। একাধিক কর্মসূচিতেও যোগ দিয়েছেন তিনি। তারপরেও এবার সেই কেন্দ্রে লোকসভার টিকিট না পেয়ে মনের ক্ষোভ গোপন করেননি তিনি। অবশেষে বরানগর বিধানসভার উপ নির্বাচনে তাঁকে প্রার্থী করল তৃণমূল। অন্যদিকে ভগবানগোলা আসনে যিনি প্রার্থী হয়েছেন, তিনি সেই অর্থে নতুন মুখ। একেবারেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।
বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস রায়। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। তাঁর ছেড়ে যাওয়া আসনেই উপ নির্বাচন হবে। বিজেপি সেখানে প্রার্থী করেছে সজল ঘোষকে।
বরানগরে তৃণমূলে অসন্তোষ?
বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে, আজ শুক্রবার। তার আগে বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্দরের অসন্তোষের ছবিটা। বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সেই সুরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও পরে ডিলিট করে দিয়েছিলেন বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে।
কী বলেছিলেন শান্তনু সেন?
তিনি বলেন, 'বরানগর এক সময় বামেদের দুর্গ ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস সেখানে পরবর্তী ক্ষেত্রে জোড়া ফুল ফুটিয়েছে। তবে নিশ্চিত করে যে কোনও নির্বাচনই সহজ ভাবে নেওয়া কখনই উচিত নয়। প্রতিপক্ষকে কখনই দুর্বল ভাবা উচিত নয়। আমি মনে করি যে রাজনৈতিক লড়াইয়ে রাজনৈতিক সহযোদ্ধারা রাজনৈতিক ব্য়ক্তিকে পাশে পেলে হয় তো একটু বেশি খুশি হন।'
বৃহস্পতিবার X হ্য়ান্ডলে তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে লেখেন,'বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমরা কোনও সেলিব্রিটি বা অভিনেতা, অভিনেত্রী চাই না। আমরা চাই একজন রাজনৈতিক ব্য়ক্তি আমাদের প্রার্থী হোন, যিনি আমাদের সাথে থেকে আমাদের হয়ে লড়াই করবেন। রাজনৈতিক ব্য়ক্তি ছাড়া এই লড়াই লড়া খুব সহজ হবে না।' যদিও পরে তিনি বলেন, '৪২টি জায়গাতেই আমাদের দিদি প্রার্থী। সুতরাং আমাদের কাউকে নিয়ে নয়, যিনি আসবেন তাঁর জন্য় ঝাঁপাব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সাধ্যের মধ্যে বিলাসবহুল EV! সিঙ্গল মোটর মডেল আনল Volvo