WB Panchayat Poll Result 2023: রাস্তায় পড়ে বোমা, ইটের টুকরো, ভাঙড়ে ভোট-হিংসার বলি দুই, ক্ষোভে ফুঁসছে এলাকা
Panchayat Election Result 2023: পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪৩ জনের মৃত্য়ু হল। ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
হিন্দোল দে, ভাঙড়: ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি দুই। ভোট গণনার (Panchayat Poll Result 2023) শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলিও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির। ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, ইটের টুকরো, ভাঙা কাচ। ভোট মিটলেও অশান্তি যে সহজে মিটবে না, তা ভেবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
ভাঙড়ে ভোট-হিংসা অব্যাহত: পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪৩ জনের মৃত্য়ু হল। গতকালের ঘটনায় গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর দেহরক্ষীর পা ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি। অভিযোগ, জেলা পরিষদের আসনে আইএসএফ এগিয়ে থাকায় পুনর্গণনার দাবি জানায় তৃণমূল। এই নিয়ে গন্ডগোল চরমে ওঠে। সেইসময় গণনা কেন্দ্রে ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। এর মধ্যেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। শুরু হয় বোমাবাজি। জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
ভোগালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আইএসএফের সক্রিয় কর্মী ২৬ বছরের রেজাউল গাজি ব্যাগ তৈরির কাজ করতেন। পরিবারের অভিযোগ, পুলিশের উর্দি পরে গুলি চালায় সওকত ও আরাবুলের লোকজন। ভোগালি কাটাডাঙা গ্রাম ব্যাগ তৈরির কাজ করতেন ২৬ বছরের হাসান মোল্লা। আইএসএফের সঙ্গে যুক্ত হন। বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী ও দুই সন্তান।
ভয়ের ভাঙড়ে গুলিবিদ্ধ পুলিশ কর্তা। গতকাল তৃণমূল- আইএসএফ সংঘর্ষে গুলিও চলে। গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। আজ আর এন টেগোর হাসপাতালে অস্ত্রোপচার হবে। পুলিশ কর্তার দেহরক্ষীর বাঁ পা ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি। আর এই মৃত্যুর ঘটনা ঘিরেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, ইটের টুকরো, ভাঙা কাচ। ভোট মিটলেও অশান্তি যে সহজে মিটবে না, তা ভেবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?