CM Mamata Rally Live: 'বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা', তারকেশ্বরের সভায় মমতা
আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর।

Background
কলকাত: আজ চারটি জনসভা ও একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। সবশেষে হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজিপাড়া থেকে সম্মিলনী পার্ক পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
CM Mamata Rally Live:‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা'
তারকেশ্বরের সভায় মমতা নন্দীগ্রামে ভোটের দিনের ঘটনা উল্লেখ করে দাবি করেছেন, ‘বয়ালে ঘিরে রেখেছিল বিজেপির গুণ্ডারা। তিন ঘণ্টা বসেছিলাম। ভয় পাইনি। ওরা পেট্রোল বোমা নিয়ে ঘিরে রেখেছিল’।
CM Mamata Rally: 'বানতলায় ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে'
তৃণমূল নেত্রী বলেছেন, বানতলায় ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে, উত্তরপ্রদেশ,তামিলনাড়ু থেকে চলে আসবে।মেডিসিন, ডোকরার ক্লাস্টার তৈরি হচ্ছে।





















