এক্সপ্লোর
WB Election 2021: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলুড়, জিটি রোডে বিজেপির অবরোধে চলল ‘গুলি’, আহত এক
বৈশালি ডালমিয়াকে দল থেকে বহিষ্কারের পরের দিনই, তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বেলুড়। আজ সকালে দলের মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তুলে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।

হাওড়া: বৈশালি ডালমিয়াকে দল থেকে বহিষ্কারের পরের দিনই, তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বেলুড়। আজ সকালে দলের মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তুলে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, তাদের এক কর্মী গুলিবিদ্ধ হন। তৃণমূলের পাল্টা অভিযোগ, তোলা চাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের হাতে মার খান বিজেপি নেতা। ঘটনার সূত্রপাত গতকাল লিলুয়ায় বিজেপির সভাকে কেন্দ্র করে। গেরুয়া শিবিরের অভিযোগ, সভাস্থলের আশপাশে তাদের পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল কর্মীরা। তা নিয়ে বিবাদের জেরে আজ বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করা হয়। থানায় নালিশ জানাতে গেলে ফের মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রর মদতেই হামলা হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বেশ কিছুদিন ধরে এলাকায় তোলাবাজি চালাচ্ছেন বিজেপি নেতা। এর প্রতিবাদ করে ওই নেতাকে মারধর করেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, গতকাল হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করেছে তৃণমূল।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















