(Source: Poll of Polls)
WB Corona Cases: রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ৯ হাজার ছা়ড়াল, মৃত্যু ৪৬ জনের
রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ৯ হাজার ছা়ড়াল, মৃত্যু ৪৬ জনের
রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ৯ হাজার ছা়ড়াল, মৃত্যু ৪৬ জনের ।
১৯এপ্রিল এর হিসেব অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৮৩৫৩ । গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এ রাজ্যে ৯৮১৯ জন। সব মিলিয়ে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৮১৭২ জন। এখনও পর্যন্ত করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১০৬৫২ জন । শুধুমাত্র গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৬ জন।
এখনও পর্যন্ত রাজ্যের করোনা পরিসংখ্যান বলছে, জেলাগুলির মধ্যে করোনায় আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতাযই। এই জেলায় এখনও পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ১৫৭৪৪২ জন। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা সংক্রমণ হয়েছে ২২৩৪ জনের । কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা । এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪৬১৩৫ জন। গত ২৪ ঘন্টায় এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯০২ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের । উত্তর ২৪ পরগনার মৃত্যু হয়েছে ১৫ জনের । অর্থাত্ গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগণাই। কলকাতা তার পরে। সব মিলিয়ে এই দুই জেলার করোনা গ্রাফ লাগাতারভাবে চোখ রাঙিয়ে চলেছে।
করোনায় নজিরবিহীন ভয়াবহতার চিত্র দেখছে দেশ। রবিবারই আড়াই লাখ পার করেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সংখ্যাটা ছিল তার থেকেও বেশি ৷ আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯,১৭০ জন ৷ মৃত্যু হয়েছে ১,৭৬১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৫৪,৭৬১ জন ৷
ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৩,২১,০৮৯ জন ৷ মৃত্যুর সংখ্যা ১,৮০,৫৩০ ৷ পাশাপাশি ১২,৭১,২৯,১১৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর ৷